মৌলভীবাজার প্রতিনিধি \ নানা কর্মসুচির মধ দিয়ে মৌলভীবাজারে মুক্ত দিবস পালিত হয়েছে। আজকের এই দিনে মৌলভীবাজার জেলায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন বাংলার বীর সন্তানেরা। ওই দিন মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর তুমুল প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনীরা সিলেটের দিকে পালিয়ে যায়। হানাদার মুক্ত হয় মৌলভীবাজার জেলা। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে বিতারিত করে মৌলভীবাজার শহর শত্রæমুক্ত হয়েছিল। এর পর থেকে এই দিনটিকে মৌলভীবাজার মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
মৌলভীবাজার মুক্ত দিবস উপলক্ষে গতকার (৮ ডিসেম্ভর) সোমবার সকালে কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন ও শাহ মোস্তফা সড়ক গণকবরে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব
করেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ, নজরুল ইসলাম মুহিবসহ প্রমুখ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন