ব্রিটিশ বাংলাদেশি সোস্যাল এন্ড কালচারাল এসোসিয়েশন ইউকে- উদ্যোগে সংগঠনের সভাপতি ফখরুল আম্বিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম ফয়েজনূরের পরিচালনায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৭ই ডিসেম্বর বুধবার সন্ধ্যায়পূর্ব লণ্ডনের ব্রাডি আর্টস সেন্টারে অনুষ্টিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন, কবি ও সাংবাদিক রহমত আলী, কবি ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, মুক্তিযোদ্ধা গুলনাহার বেগম, সংগঠণের সিনিয়র সহ সভাপতি শেখ নূরুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক হেনা বেগম, ইসি মেম্বার শাহিন মুস্তফা, ইসি মেম্বার কদর উদ্দীন, ইসি মেম্বার রুকন উদ্দিন,ইসি মেম্বার একাউন্টেন্ট মোয়াজ্জেম হোসেন, ইসি মেম্বার এনাম উদ্দিন ইসি মেম্বার সোনিয়া ও নাজমুল চৌধুরী প্রমূখ।
দ্বিতীয় পর্বে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান ।সংগঠণের সাংস্কৃতিক সম্পাদক সম্পাদক হেলেন ইসলাম ও ইসি মেম্বার কবি ধনঞ্জয় পালের উপস্থাপনায় কবিতা আবৃত্তি করেন - মুনিরা পারভীন, ফয়জুল ইসলাম ফয়েজনূর, ফখরুল আম্বিয়া,বাদল রহমান, ধনঞ্জয় পাল, শাহ শরীফ, মাহবুব আহসান মিঠু, মুজিবুল হক মনি ,কে এম আবু তাহের চৌধুরী ,সালমা বেগম প্রমূখ।
নৃত্য পরিবশেন করেন বিশিষ্ট নৃত্য শিল্পী মোহাম্মদ দীপ ও শিশু শিল্পী জান্নাতুল ফেরদৌস ডলি।
সঙ্গীত পরিবেশন করেন- বিশিষ্ট সংগীত শিল্পী সাদমান, সাইদা নাসিম কুইন, আব্দুল শুকুর,রাশিদা খান বানু,এনাম উদ্দিন প্রমূখ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন