মৌলভীবাজার প্রতিনিধি \ তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কমলগঞ্জ গন- মহাবিদ্যালয় চ্যাম্পিয়ন এবং –বাংলাদেশ বিমানবাহিণীর শাহীন স্খুল এন্ড কলেজ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। গতকাল ( ৬ডিসেম্ভর) বিকেলে মৌলভীবাজার এম,সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কমলগঞ্জ গন-মহা বিদালয় ৩-০ গোলে বাংলাদেশ বিমানবাহিণীর শাহীন স্খুল এন্ড কলেজ ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে সপ্তাহব্যাপী এ টূর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্তার ও ট্রপি বিতরন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন। খেলায় মান অব টর্নাসেন্ট নিবাচিত হয়েছেন
কমলগঞ্জ গন-মহা বিদালয় ফুটবল দনের(বার্সিনং ১৭) জামিল আহমদও মান অব ফাইনাল,বাংলাদেশ বিমানবাহিণীর শাহীন স্খুল এন্ড কলেজ ফুটবল দলের (জার্স নং ৪) লতিফুর রহমান। জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ,বাংলাদেশ ফুটবল ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার রায়হান আহমদ,জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ কলেজ শিক্ষক,রেফারী,কোচ ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন। পরে চ্যাম্পিয়ন দলের মাঝে প্রাইজমানি ৩৫ হাজার টাকা, মেডেল ও ট্রফি এবং রানারআপ দলের মাঝে প্রাইজমানি ২৫ হাজার টাকা,ট্রফি ও মেডেল প্রদান করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় অনুষ্ঠিত এ টূর্ণামেন্টে জেলার ৭টি উপজেলার ১২টি কলেজ ফুটবল দল অংশ নেয়। ফাইনালে বিজয়ী ও রানার আপ দল পরবর্তীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশ নিবে বলে জানান জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ। এর আগে (৪ডিসেম্ভর) আন্ত: কলেজ ফুটবল টূর্ণামে›ন্টে উদ্বোধন করেন মৌলভীবজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন