ঢাকায় জেএসএফ!র সংবাদ সম্মেলনে হাজী আনোয়ার হোসেন লিটন

gbn

হাকিকুল ইসলাম খোকন,

নিউইয়র্ক প্রবাসী জাতীয় সম্মিলিত ফোরাম ( জেএসএফ) বাংলাদেশ এর নেতা হাজী আনোয়ার হোসেন লিটন বলেন, ‘জামায়াতে ইসলামী শুধু দলকে কেন্দ্র করে নয়, সাধারণ মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে সংস্কার চায়। নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সেটি আমাদের লক্ষ্য। তবে সুস্পষ্ট টাইমলাইন না থাকায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন, সেগুলো করে দ্রুত নির্বাচন দেয়া উচিত।’ঢাকায় জেএসএফ এর কার্যালয়ে  গত রবিবার,১৮ মে এক সংবাদ সম্মেলনে হাজী আনোয়ার হোসেন লিটন বলেন,সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর যেসব বিষয়ে ভিন্নমত রয়েছে আশা করি সেসবেও একমতে পৌঁছাতে পারব। ঐকমত্য শুধু কমিশনের কাজ নয়, সব রাজনৈতিক শক্তির সাহায্যেই ঐকমত্যে পৌঁছাবেন । ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতনের পর ৯ মাসের বেশি সময় পেরিয়ে গেছে। গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর তথা সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে সাফল্য–ব্যর্থতাকে কীভাবে মূল্যায়ন করবেন?

পাকিস্তানের পশ্চিমভিত্তিক অগণতান্ত্রিক শাসকশ্রেণির শাসন-নিপীড়ন থেকে মুক্তির লক্ষ্যে ১৯৭১ সালে সংঘটিত একটি জনযুদ্ধের ভেতর দিয়ে উত্থিত বাংলাদেশের ঐতিহাসিক অঙ্গীকার ছিল ‘সাম্য, সামাজিক ন্যায়পরতা ও নাগরিকদের মানবিক মর্যাদা’ প্রতিষ্ঠার জন্য একটি ‘গণতান্ত্রিক রাষ্ট্র’ গড়ে তোলা। কিন্তু স্বাধীন বাংলাদেশের শাসকশ্রেণির বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের স্বৈরতান্ত্রিক দৃষ্টিভঙ্গির কারণে, অর্ধশতাব্দীর বেশিকাল ধরে এখানে একটি যথার্থ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হয়নি, বরং এ দেশের শাসকশ্রেণির বিভিন্ন সংগঠন আপন আপন সংকীর্ণ স্বার্থে এখানে একটি শোষণ-নিপীড়নমূলক স্বৈরতান্ত্রিক রাষ্ট্রের বিকাশ নিষ্পন্ন করেছে, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় যার নৃশংস রূপ আমরা প্রত্যক্ষ করেছি।

ইতিপূর্বে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর’ ও ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ ঐতিহাসিক অপরিহার্যতা নিয়ে কথা বলেছে। তবে বিগত গণ-অভ্যুত্থানের ভেতর দিয়ে এই রাজনৈতিক প্রকল্প বাস্তবায়নের দাবি ও ন্যায্যতা বেশ জনপ্রিয়তা লাভ করে। কিন্তু গণ-অভ্যুত্থানের পাটাতনের ওপর প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের গণতান্ত্রিক রাষ্ট্রদর্শন সম্পর্কে অস্বচ্ছ ধারণা ও কোনো কোনো উপদেষ্টার প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর’ ও ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত’ প্রতিষ্ঠার সম্ভাবনা গত ৯ মাসে ক্রমেই হ্রাস পেয়ে চলেছে। এসব উপদেষ্টার সহযোগিতায় বরং কোনো কোনো প্রতিক্রিয়াশীল রাজনৈতিক শক্তির বিকাশের পথ প্রশস্ত হচ্ছে।উল্লেখ্য,হাজী আনোয়ার হোসেন লিটন বাংলাদেশ থেকে ২৭ মে মংগলবার নিউইয়র্ক এসে পৌঁছবেন ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন