সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বি ক্ষো ভ মিছিল

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেটের কাজিরবাজার এলাকায় ঘরোয়া হোটেলের কর্মচারী রুমন মিয়াকে হত্যার প্রতিবাদে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট- ১৯৩৩ এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকেল ৫টায় নগরীর সুরমা পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টের সামনে এসে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

 

 

পথসভায় বক্তরা বলেন, গত ১৩ জুলাই সকাল ৯টায় সিলেটের কাজিরবাজারস্থ একটি ঘরোয়া হোটেলে চা দিতে দেরি হবে বলায় সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুমন মিয়া (২২) নামের হোটেল কর্মচারীকে ছুরি মেরে হত্যা করা হয়।

বক্তারা বলেন, এ ধরণের হত্যাকান্ড ঘটায় হোটেল শ্রমিকরা আতঙ্কের মধ্যে রয়েছেন। হোটেল শ্রমিকরা সকাল থেকে রাত পর্যন্ত মাথার ঘাম পাঁয়ে ফেলে শ্রম দিয়ে কাজ করেন। অথচ তাদের নির্যাতনের শিকার হতে হয়। রুমন মিয়া হত্যাকান্ডের মূল আসামী আব্বাস সহ জড়িত সকল হত্যাকারীদের কঠোর শাস্তি ও ফাঁসি দিতে হবে। অন্যথায় সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইউসুফ জামিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সফর আলী খান এর পরিচালনায় মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল মিষ্টি বেকারী এন্ড চাইনিজ রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. আজহারুল ইসলাম, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন মহানগর কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, কার্যকরী সদস্য মো. সেজুওয়ান আহমদ, দক্ষিণ সুরমা থানা কমিটির সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন, শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক মো. সাব্বির আহমদ, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির উপদেষ্টা মোহাম্মদ আলী, সহ সভাপতি মো. জমির উদ্দিন, আম্বরখানা আঞ্চলিক কমিটির প্রচার সম্পাদক মো. বারেক মিয়া, মো. ইয়াসিন, মো. মনির মিয়া, মো. শিরিন মিয়া, মো. খলিল মিয়া, মো. কামাল মিয়া, মো. জামাল মিয়া, মো. কোহেল কিছেন প্রমুখ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন