সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আমিরাত সরকারের অনুমোদিত  সংগঠন বাংলাদেশ সমিতির  বার্ষিক অধিবেশন ও নির্বাচন অনুষ্ঠিত

gbn

মোহাম্মদ সেলিম |আরব আমিরাত প্রতিনিধি ||

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আমিরাত সরকারের অনুমোদিত  সংগঠন বাংলাদেশ সমিতির  বার্ষিক অধিবেশন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। রবিবার (৬ জুলাই) আবুধাবির একটি হোটেল হলরুমে এই সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতের মিনিস্টারী অব কমিউনিটি ডেভেলপমেন্টের সম্মানিত কর্মকর্তা মোহাম্মদ আল আমরী, ডঃ জামিল আল আমালাওয়ী ও মোহাম্মদ আল বেলুছি। 
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন ও সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর সালাম তালুকদার। 
কুরআন তেলোওয়াতের পর দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করে সভার কার্যক্রম শুরুনকরা হয়।
সভায় অডিট ও বার্ষিক প্রতিবেদন পেশ করেন সংগঠনের কোষাধ্যক্ষ মাহমুদ আজম। সভাশেষে সর্বসম্মতিক্রমে পুনরায় সভাপতি মনোনীত হন প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক আবদুল সালাম তালুকদার,সিনিয়র সহ-সভাপতি শওকত আকবর,
কোষাধ্যক্ষ মাহমুদ আজম খান, বোর্ড অফ ডাইরেক্টর নির্বাচিত হন 
নুর মোহাম্মদ। অন্যান্যদের মাঝে আবদুল কুদ্দুস খালেদ, জাকির হোসেন খতিব, মোহাম্মদ নাছির উদ্দিন তালুকদার, প্রকৌশলী আশীষ বড়ুয়া, ইসমাইল হোসেন তালুকদার, মোহাম্মদ তারেক, মোহাম্মদ আবুল বাশার, জাকির হোসেন জসিম .মোহাম্মদ মঈন উদ্দিন, মোহাম্মদ আমজাদ হোসেন, মোহাম্মদ রেজাউল করিম,
শেখ কামরুল হক, নুর হোসেন সুমন, জোবাদুল করিম, ফরিদ আহম্মেদ তালুকদার,আতাউর রহমান, প্রকৌশলী মফিজুর ইসলাম ,
মোহাম্মদ জিয়া উদ্দিনসহ ২৩ সদস্য বিশিষ্ট  কমিটি গঠিত হয়। মিনিষ্টারী অব কমিউনিটি ডেভেলপমেন্ট পক্ষ থেকে ড: জামিল আল আমালাওয়ী এক এক করে নাম ঘোষনা করেন। অত:পর নতুন কমিটিকে দুই বছরের জন‍্য অনুমোদন দেওয়া হয় ।

https://www.youtube.com/watch?v=Iq_A9ygfT0s

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন