ইউরোপের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব কার্লোভি ভেরি। সেখান থেকে এবার সুখবর দিলেন বাংলাদেশের পরিচালক মেহেদী হাসান। তার ‘বালুর নগরীতে’ সিনেমাটি প্রক্সিমা প্রতিযোগিতা শাখায় ‘গ্র্যান্ড প্রিক্স’ পুরস্কার পেয়েছে।
পুরস্কারের অর্থ মূল্য ১৫ হাজার ডলার। গতকাল শনিবার রাতে উৎসবের শেষ দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়। সিনেমার ইংরেজি টাইটেল ‘স্যান্ড সিটি’।
উৎসবে নির্মাতা মেহেদী হাসান ও সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন। সিনেমাটির প্রযোজক রুবাইয়াত হাসান। সিনেমার গল্প মূলত নগরের বালুকে ঘিরে। সিনেমায় এমা চরিত্রে অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা। যাকে দেখা যাবে বিড়ালের ক্যাট লিটারের জন্য শহরের বিভিন্ন জায়গা থেকে স্কুটারে করে বালু সংগ্রহ করতে।
চেক প্রজাতন্ত্রের এই উৎসব ৪ জুলাই থেকে শুরু হয়ে শেষ হয় ১২ জুলাই। উৎসবের প্রধান অফিশিয়াল বিভাগ ক্রিস্টাল গ্লোব। এই শাখায় পুরস্কার পেয়েছে চেক প্রজাতন্ত্রের সিনেমা ‘বেটার গো ম্যাড ইন দ্য ওয়াইল্ড’, পরিচালক মিরো রেমো। এটিকেই ধরা হয় উৎসবের সেরা সিনেমা হিসেবে। উৎসবের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিভাগ প্রক্সিমা কম্পিটিশন।
২০১৬ সালে মেহেদী হাসানের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আই অ্যাম টাইম’ লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ওপেন ডোরসে প্রদর্শিত হয়। দুই বছর পর ২০১৮ সালে প্রদর্শিত হয় ‘ডেথ অব আ রিডার’। ২০২০ সালে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ‘বেস্ট ইন্টারন্যাশনাল শর্টফিল্ম’ বিভাগে প্রতিযোগিতার জন্য প্রথম কোনো বাংলাদেশি ছবি হিসেবে নির্বাচিত হয় মেহেদীর ‘দ্য বোরিং ফিল্ম’। ১৬ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার ভাবনা, চিত্রনাট্য, পরিচালনা ও সম্পাদনার দায়িত্বে ছিলেন তিনি নিজেই।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন