টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃত্যুতে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ এর শোক প্রকাশ

gbn

হাকিকুল ইসলাম খোকন, 

উৎসব এবং আনন্দের দিন ছিল গত শুক্রবার,৪ জুলাই,একই দিনে ছিলো আমেরিকার মহান স্বাধীনতা দিবস। এই দিনে বিরাজমান ছিলো ঘরে ঘরে মানুষের মনে স্বাধীনতার জয়ধ্বনি। অথচ প্রকৃতি সেই দিনে আত্মঘাত বন্যার ছোবলে টেক্সাসের কুর কাউন্টিতে শতাধিক জীবন কেরে নেয়।  ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ  সভাপতি শাহ শহিদুল হক সাঈদ বলেন,আমরা এহেন ট্রাজেডির জন্য গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করছি। গ্রীষ্মের প্রবল প্রতাপ ও উষ্ম আবহাওয়ায় হঠাৎ করে সৃষ্টি হয় সর্বনাশা বন্যা, কেড়ে নেয় শতাধিক জীবন। এই প্রবলদ্রহি বন্যার কারণে শতশত ঘরবাড়ী লণ্ডভণ্ড হয়ে উড়ে যায়। বানের পানির সাথে, গবাদি পশুর মৃত্যু সহ খাদ্য শস্য বিনষ্ট হয় সমূলে। আমরা সরকারের আশুদৃষ্টি কামনা করছি যাতে করে বেঁচেথাকা মানুষ ও প্রাণী সম্পদের ভবিষ্যৎ ফিরে পায় আলোর দিশারী।
অন্য প্রসঙ্গে বলতে চাই ট্রাম্প প্রশাসনের মেডিকেয়ার চাইল্ড কেয়ার এডাল্ট কেয়ারের মত নিত্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা থেকে সুবিধা বঞ্চিতের বিরুদ্ধে যে অভিযোগ ও "Beautiful Bill" পাশ করা হয়েছে  বই "Beautiful Bill" নহে বরং "Meaningless Bill" আমরা এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ করছি যাতে বয়ো বৃদ্ধ দরিদ্র জনগণ মৃত্যুর ফাঁদ থেকে বেঁচে থাকতে পারে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন