গত ৩০ শে জুন থেকে ২ জুলাই পর্যন্ত ৩ দিন ব্যপী জেনেভা জাতিসংঘ চত্বরে, ৫৯ তম মানবাধিকার কমিশনের নিয়মিত অধিবেশন চলাকালে, বাংলাদেশের বর্তমান মানবতার বিরুদ্ধে অপরাধ ও ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত । জেনেভা ভিত্তিক মানবাধিকার সংগঠন ফোরাম ফর সেক্যুলার বাংলাদেশ, বাংলাদেশ মাইনোরিটি এলায়েন্স এবং টুমুকু ডেভেলপমেন্ট এন্ড কালচারাল ইউনিয়ন সম্মলিত ভাবে তিন দিন ব্যাপী এই পোস্টার প্রদর্শনী আয়োজন করে । প্রদর্শনীতে প্রতিদিন সকাল নটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বর্তমান ইউনুস রেজিমের বিগত দশ মাসের ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের মোট ৩০ টি পোস্টার উপস্থাপন করা হয় । প্রদর্শনীর উদ্যেক্তা সংগঠক জেনেভাস্হ মানবাধিকার কর্মী রহমান খলিলুর মামুন বলেন, ‘বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি বিবেচনায় বিশ্বজনমত গড় তোলার লক্ষ্যে তিন দিনব্যাপী পোস্টার প্রদর্শনী তে মোট পাঁচটি ক্যাটাগরী ৩০ টি ছবি উপস্থাপন করা হয়েছে ।‘ ক্যাটাগরী গুলো বাংলাদেশ সাম্প্রদায়িক সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতন, সংবাদ পত্রের স্বাধীনতা কন্ঠ রোধ ও সাংবাদিক নির্যাতন, শ্রী চিন্ময় দাস প্রভুর নিঃশর্ত মুক্তি দাবি, মব সন্ত্রাস ও নারী- শিশু যৌন নির্যাতন ।
বিপুল সংখ্যক বিদেশি কূটনীতিক, সহস্রাধিক বিদেশি এনজিও কর্মী ও মানবাধিকার অধিবেশনে আগত শত শত মানবাধিকার কর্মী পোস্টারের ভয়ংকর হ্রদয় বিদারক ছবি দেখে তাদের হৃদয় অনুভূতি ব্যাক্ত করেন । পশতুন কমিউনিটি নেতা ও মানবাধিকার কর্মী ফজলুর রহমান আফ্রিদি ভয়ন্কর নারী ধর্ষনের ছবি গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, ‘আমি অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি , এমন বর্বর নারকীয় নির্যাতন মধ্যযুগের বর্বরোচিত ঘটনার পুনরাবৃত্তি চলছে বাংলাদেশে । তিনি বলেন মোহাম্মদ ইউনুস এমন পৈশাচিক ঘটনা প্রবাহ পৃষ্ঠপোষকতা করে নোবেল শান্তি পুরস্কার কলন্কিত করেছেন । এমন ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিশ্বজনমত গড়ে উঠা জরুরি ।‘
প্রদর্শির দ্বিতীয় দিনে ভিজিটে আসেন সুইজারল্যান্ড সোসালিস্ট পার্টির জেনেভা শহরের জেনারেল সেক্রেটারি সিলভান থিভত, তিনি তার পার্টিতে বাংলাদেশের মানবধিকারলঙ্গন বিষয়টি উত্তাপন করবেন। প্রদর্শনীর সমাপ্তি দিনে ২ জুলাই সাংগঠনিক ৫ সদস্য একটি টিম নিয়ে পোস্টার দেখতে আসেন, জার্মান ভিত্তিক মানবাধিকার সংগঠনে নেত্রী ক্লাউডিয়া ভাইদেলিশ । তিনি বাংলাদেশের বর্তমান পরিস্তিতে খুবই মর্মাহত।
বিগত তিন দিনে পোস্টার প্রদর্শনী দেখতে এসে মন্তব্য ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জেনেভাস্হ মানবাধিকার কর্মী মানবধিহারকর্মী এলিনা প্রিন্সেস, ড. রাবুরি বালারাজু, ওয়ার্ল্ড হিউমান রাইটস কাউন্সিল, নিকোলা শেয়ার্ড, হিউমান রাইটস, আসলাম আনসারী, প্যারিস হিউমান রাইটস ডিফেন্ডার, ড. রোহিনী, জেনেভা ভিত্তিক হিউমান রাইটস ডিফেন্ডার।
অসংখ্য মানবাধিকার কর্মী ও কূটনীতিক ব্যাক্ত্বিত্ব বাংলাদেশের চলমান সংখ্যালঘু নির্যাতন ও মানবাধিকার বিরুদ্ধে সংঘটিত অপরাধ বিষয়ক মন্তব্য বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পরে বর্তমান ড. ইউনুস সরকারের ক্রমবর্ধমান সন্ত্রাসী নীতির কারণে বাংলাদেশ একটি অকার্যকর ব্যর্থ রাষ্ট্র ও গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন