প্রথমবার এসিসি ও আইসিসি নির্বাহী সভায় যোগ দিতে গেলেন বুলবুল

gbn

বিসিবি প্রধান হওয়ার কয়েকদিন পর নিয়ম ও রীতি অনুযায়ী তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও ক্রিকেটের বিশ্ব সংস্থা `আইসিসির’ও ডিরেক্টর হয়েছেন। মোটকথা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের গায়ে এখন এসিসি ও আইসিসির ডিরেক্টরের তকমা এবং নতুন পরিচয়ে প্রথমবারের মত আইসিসির নির্বাহী কমিটির সভায় যোগ দিতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। আজ সোমবার গভীর রাতের ফ্লাইটেই দুবাই পাড়ি জমাচ্ছেন বিসিবি প্রধান।

সোমবার সন্ধ্যায় ঢাকা স্টেডিয়ামের পাশে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন সংলগ্ন ইনডোর কমপ্লেক্সে ৩৯তম জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করে সেখান থেকে সন্ধ্যার পর প্রচন্ড জ্যাম উপেক্ষা করে মিরপুরের বাসায় পৌছান বুলবুল। সেখান থেকে সরাসরি বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন।

 

সোমবার রাত সোয়া ১১টা নাগাদ মিরপুরের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে জাগো নিউজের সাথে মুঠোফোন আলাপে আমিনুল ইসলাম বুলবুল জানান, ব্যাডমিন্টন-এর খেলা উদ্বোধন করে মিরপুরের বাসায় আসতে গিয়ে প্রচন্ড জ্যামে পড়ে গিয়েছিলাম। এখন আমি বাসা থেকে বের হচ্ছি। গভীর রাতের ফ্লাইটে প্রথম দুবাই যাব। তারপরের গন্তব্য সিঙ্গাপুর।

দুবাইতে আগামীকাল ১৫ জুলাই ৬-৭ ঘণ্টার কাজ আছে। এরপরের গন্তব্য সিঙ্গাপুর। সেখানেই ১৬ ও ১৭ জুলাই আইসিসি নির্বাহী কমিটির সভা।

 

 

 

জাগোনিউজকে বুলবুল বলেন, `প্রথমবারের মত আইসিসি ও এসিসি ডিরেক্টর হিসেবে বাংলাদেশ ও বিসিবির প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। ইতিমধ্যেই এসিসিতে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পেরেছি। দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। এরপর প্রথমবার আইসিসি সভায় যোগ দেবো। আমি যেন আইসিসি সভায় নিজের দেশকে খুব ভালোভাবে প্রতিনিধিত্ব করতে পারি এবং দেশের ক্রিকেটের স্বার্থ সংরক্ষণে ভূমিকা রাখতে পারি। যা কিছুই করবো নিজ দেশ ও দেশের ক্রিকেটের জন্যই করবো। ব্যক্তিগত কোন লক্ষ্য নেই আমার। মহান আল্লাহ যেন আমাদের সহায় হোন।‘

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন