Bangla Newspaper

মিস ইউনিভার্স ফিলিপাইনের ক্যাট্রিওনা

36

জিবি নিউজ24 ডেস্ক //

২০১৮ সালের মিস ইউনিভার্সের মুকুট জিতে নিলেন ফিলিপাইনের প্রতিযোগী ক্যাট্রিওনা গ্রে। সোমবার থাইল্যান্ডে আয়োজিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ৯৩ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ীর মুকুট পরেন তিনি। খবর ফক্স নিউজের।

২৪ বছর বয়সী ক্যাট্রিওনা গ্রে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছেন। আমেরিকায় পড়াশোনা করেছেন মিউজিক নিয়ে।

এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা শুরু থেকেই আলোচনায় ছিল। মিস ইউএসএ সারা রোজ সামারস মিস কম্বোডিয়া ও মিস ভিয়েতনামের ইংরেজি ভাষার অদক্ষতা নিয়ে কথা বলে দারুণ সমালোচিত হয়েছেন। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছেন সামারস। পরে সেরা দশ বাছাইয়ের সময় বাদ পড়েছেন তিনি।

এছাড়াও এবারের প্রতিযোগীতায় চমক ছড়িয়েছেন মিস স্পেন অ্যানজেলা পঞ্চে। প্রথম ট্রান্সজেন্ডার প্রতিযোগী হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।

Comments
Loading...