বক্স অফিসে ‘সিতারে জামিন পার’ আবারও ঝড় তুলেছে

gbn

আমির খান ‘সিতারে জামিন পার’ সিনেমা দিয়ে অনেক দিন পর বক্স অফিসে আলোচনায় এসেছেন। তিন সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও সিনেমা হলে নতুন আসা সিনেমাগুলোকে বেশ প্রতিযোগিতায় ফেলে দিচ্ছে সিনেমাটি। গত সপ্তাহ শেষে পরিস্কারভাবে বোঝা গেছে।

শুক্রবার (১১ জুলাই) সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ৯০ লাখ রুপি আয় করেছে। শনিবার এই সংখ্যা বেড়ে হয় ২.৫ কোটি হয় এবং রোববার ‘সিতারে জামিন পার’র মোট আয় ৩ কোটি রুপি ছিল। বলা চলে সিনেমাটি নতুন বক্স অফিসে ঝড় তুলেছে। এটির এখনো পর্যন্ত মোট আয় ১৬০ কোটি ৭৫ লাখ রুপি হয়েছে।

 

হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষায়ও মুক্তি পেয়েছে ‘সিতারে জামিন পার’ সিনেমাটি। তবে এর মোট আয়ের একটি বড় অংশই এসেছে হিন্দি সংস্করণ থেকে। ‘সিতারে জামিন পার’ তামিল ও তেলেগু সংস্করণ থেকে প্রায় কোনো অর্থই উপার্জন করেনি। গত তিন সপ্তাহে তামিল সংস্করণ আয় করেছে মাত্র ৭০ লাখ রুপি এবং তেলেগু সংস্করণ আয় করেছে আরও কম, মাত্র ৫১ লাখ রুপি।

ভারতীয় বক্স অফিসে আয় হওয়া ১৬০ কোটি ৭৫ লাখের মধ্যে হিন্দি ভার্সন থেকে এসেছে ১৬০ কোটি ২৫ লাখ রুপি। আরএস প্রসন্নর নির্মিত সিনেমাটি আমির খানের সুপারহিট সিনেমা ‘তারে জামিন পর’র সিক্যুয়েল। যদিও এ সিনেমা গল্প আমির খানের আগের সিনেমা থেকে সম্পূর্ণ আলাদা। গল্পটি হলিউড মুভি ‘চ্যাম্পিয়নস’ থেকে নেওয়া হয়েছে যেখানে একজন বাস্কেটবল প্রশিক্ষককে কিছু প্রতিবন্ধী শিশুদের প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়।

 

 

 

আমির খানের শেষ কয়েকটি সিনেমা বক্স অফিসে মোটেই ভালো করতে পারেনি। যার মধ্যে ছিল ‘লাল সিং চাড্ডা’, ‘ঠগস অফ হিন্দুস্তান’র মতো প্রোজেক্টও। যার পরে আমির নিজেকে কয়েক বছরের জন্য সরিয়ে নেন সিনেমার কাজ থেকে। এবং তারপরে এই সিনেমার কাজ শুরু করেছিলেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন