হাডসন রিভার
শরীফুল আলম । নিউইয়র্ক । মার্কিন যুক্তরাষ্ট্র ।
আমারই সম্মুখ দিয়ে
মৃদু ভাবে বয়ে যায় হাডসন রিভার
ইচ্ছে হয় নিজেকে পরিশুদ্ধ করি
উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরি তাকে ,
হাডসন রিভার ,
হয়তোবা তারও আছে আমারই মত
অনেক স্মৃতির যন্ত্রণা
এই হাডসন নদীর পাড়েই লুকিয়ে আছে অনেক সত্য
হয়তোবা আছে অনেক প্রলুব্ধ বিলিনতা ।
কখনো মনে হয়
আমি যেন তারই মত সম্মিলিত উচ্চারিত চীৎকার ,
আমি তার জন্ম ইতিহাস জানিনা
তবে অনেক রাত যে তার নির্ঘুম কাটে আমারই মত
আমি তা বুঝতে পারি
বারোমাস সে বয়ে চলে
মিলনের আশা যে তারও আছে আমারই মত ।
আমি যে শহরে থাকি
সেটি হাডসন রিভার সংলগ্ন ,
মৃত প্রায় এই শহরে কেউ জেগে ঘুমায়
কেউ গভীর ঘুমে , আবার কেউবা ঝিমিয়ে ।
হাডসন রিভার পাড়ের ব্রোঞ্জের মূর্তি গুলো
নির্বাক দাঁড়িয়ে আছে , তাকিয়ে আছে
যেন এক একটি স্থিরচিত্র
আমি মন্ত্র নিবিড় পুরোহিতের মত তাকিয়ে থাকি
আর বড় বড় নিঃশ্বাস নিয়ে দীর্ঘায়ু হই ,
আমি নদী আর মূর্তির প্রবুদ্ধ সুন্দর দেখি
নদীর কুলুকুলু ধ্বনিকে মনে হয় সানাই ধ্বনি
উলট পালট ঢেউকে মনে হয় যেন প্রসন্ন দোলা ,
বালিহাঁস গুলো ফুলের রেণু নিয়ে উড়ে যায়
এক অবিশ্বাস্য বাসন্তী শাড়ী পড়ে আছে আজ হাডসন রিভার ।
অঝরে বৃষ্টি হচ্ছে ,
মনিহারি সন্ধ্যা
আহত আশা , দোদল এই জীবন ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন