কবিতা-উঠানে

gbn

কলমে-মিজানুর রহমান মিজান

========================

উঠানে দাড়িয়ে বালা মোবাইল ফোনে কথা কয় 
কত ঢঙ্গে অঙ্গ দোলায় বুঝি মনে ফাগুন বয়। 
মাথা আউলা লাগে বাউলা রসের আলাপনে 
খেয়াল নেই তার ভাবছে কি অপর জনে 
প্রেমালাপে মত্ত রয়। 
মাথা খোলা হাতে নেই বালা 
হাত ঘুরিয়ে চপল পায়ে চিকন গলা 
কথায় ফুটে খৈ উচছ্বাস অতিশয়। 
যৌবন জ্বালা ডাকে কালা আস কাছে 
বিলম্ব সয় না জলদি করনা আনুগত্য যাচে 
জোয়ারে প্লাবিত হয়। 
ভালবাসার নদী উজান যদি চলে 
কুলমান ছেড়ে নিন্দার দৌড়ে বলে 
পাগলপারা ভালবাসার নেই ক্ষয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন