ভাবিয়া আপন

মিজানুর রহমান মিজান 

তারিখ-৩০/৪/২০২৪খ্রি:

 

তরে ভাবিয়া আপন

রাখলাম করে যতন

এ দেহ পিঞ্জরায়।।

আশ্বাসে ভর করিয়া

বুকে বিশ্বাস রাখিয়া

জীবন যাত্রা বাহিয়া

আসা যাওয়া তোমার ইচ্ছায়।।

যাবার যদি ছিলো ধান্ধা

করালে কেন মায়ায় বান্ধা

এ পিরিতের জালে কান্দা

পদে পদে বিপদ ঘনায়।।

আদর সোহাগে ছিলো না কমতি

তবুও ভালবাসায় বসালে যতি

ফিরে না চাইলে একরত্তি

বুকের পাজর ভাঙ্গে ব্যথায়।।

চলে যাওয়ায় হারালাম হুস-জ্ঞান

শুন্য পিঞ্জিরা নাহি সেথা প্রাণ

লাশ বলে সবাই নিয়ে যান

অন্ধকার মাটির ঘরে রাখার দায়।।

 

মিজানুর রহমান মিজান, সাবেক সভাপতি বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ ,

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন