কে এম আবুতাহের চৌধুরী
============================
বিজয়ের মাস এলো
নাম ডিসেম্বর ,
শত্রু মুক্ত হলো দেশ
খুশীর খবর ।
নয় মাসের যুদ্ধের
হলো অবসান ,
পরাধীনতার শৃঙ্খলের
পেলাম পরিত্রাণ।
রেসকোরসের ময়দানে
করে সারেণ্ডার ,
পরাজিত পাক সেনা
তিরানব্বই হাজার ।
বঙ্গবন্ধুর মার্চের ভাষণে
জাতি পায় প্রেরণা,
মুক্তিযুদ্ধে সফল হতে
বাজে অগ্নিবীনা ।
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক
জেনারেল ওসমানী,
যার প্রজ্ঞা ও রণকৌশলে
বিজয় ছিনিয়ে আনি।
মেজর জিয়ার রিভোল্টে
বাজে যুদ্ধের ডংকা,
স্বাধীনতার লড়াই শুরু
কেটে গেলো শংকা ।
মুক্তিযোদ্ধারা বীরদর্পে
করে গেলো লড়াই,
তাদের ত্যাগের বিনিময়ে
বিজয় মোরা পাই ।
শহীদদের রক্তে কেনা
স্বাধীন বাংলাদেশ,
সবাই মিলে গড়ে তুলি
ভুলে হিংসা বিদ্বেষ।
মারামারি হানাহানির
হবে অবসান,
সবার উপরে স্থান দেব
মাতৃভূমির সম্মান।
রাজনৈতিক সংঘাত
করবো পরিহার ,
দেশে থাকবে সকলের
সমান অধিকার ।
দেশ বাঁচাতে এই শপথে
হবো বলিয়ান ,
সাম্য মৈত্রির বন্ধনে
গড়বো জন্মস্থান ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন