মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজারে “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে বর্নাঢ্য আয়োজন নিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল (৫ নভেম্ব¢র) শনিবার দুপুরে জেলা প্রশাসন,জেলা জেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ এর আয়োজনে জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও সমবায় ঋণের চেক বিতরন অনুষ্ঠান এম,সাইফুর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন,জেলা জেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ এর আয়োজনে জাতীয় সমবায় দিবসে উপলক্ষ্যে জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ সচিব (আইসিটি ও শিক্ষ) জাহিদ আকতারের নেতৃত্বে বর্নাঢ্য র্যালী প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এম,সাইফুর রহমান অডিটরিয়াম প্রাঙ্গনে শেষ । আলোচনা সভার আগে এম,সাইফুর রহমান অডিটরিয়াম প্রাঙ্গনে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ সচিব (আইসিটি ও শিক্ষ) জাহিদ আকতারের সভাপতিত্বে ও জেলা শিশু বিষযক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার- ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) চন্দন দত্ত। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহ্ধুসঢ়;র রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) মোহাম্মদ মহসীন, সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন,আ্ধসঢ়;ঞ্চলিক সমবায় ইনস্টিটিউট মোলভীবাজারের অধ্যক্ষ তোফায়েল আহাম্মদ। মৌলভীবাজার সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন দেওয়ান মাসুকুর রহমান,মো: মাসুকুর রহমান,আকিকুল হোসেন,অবিনাশ বিশ্বাস,রিংকু চক্রবর্তী প্রমুখ। আলোচনা সভা শেষে প্রশিক্ষিত সমবাযীদের মধ্যে সমবায় ঋণের চেক বিতরন করা হয়। ছবি ৩টি। ক্যাপশন ১। মৌলভীবাজারে ৫১তম জাতীয় সমবায় দিবসের র্যালী । ক্যাপশন ২। মৌলভীবাজারে ৫১তম জাতীয় সমবায় দিবসের প্রধান অতিথি হিসেবে সমবায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন মৌলভীবাজার- ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন