আনসার আহমেদ উল্লাহ//
লন্ডন// ব্রিকলেনের ক্যাফে গ্রীল রেস্তোরেটের হল রুমে, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ) সর্ব ইউরোপীয় কমিটি ও যুক্তরাজ্য জাসদের যৌথ উদ্যোগে আয়োজিত এক সভায় সম্প্রতি ঢাকায় মঞ্চ ৭১ আয়োজিত কর্মসূচি থেকে জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবদুল্লাহ হিল কাইউম, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, বিশিষ্ট সাংবাদিক মন্জুরুল আলম পান্না সহ মোট ১৬ জন দেশপ্রেমিক নাগরিককে গ্রেফতারের ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য জাসদের কার্যকরী সভাপতি এডভোকেট মুজিবুল হক মনি। সভা পরিচালনা করেন শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান শানূর। বক্তব্য রাখেন সভার প্রধান অতিথি ‘হৃদয়ে ৭১’-এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, সর্ব ইউরোপীয় জাসদের সভাপতি মতিউর রহমান মতিন, বীর মুক্তিযুদ্ধা ফয়জুর রহমান খান, বীর মুক্তিযুদ্ধা সাদ উদ্দিন, প্রবীণ রাজনীতিবিদ যুক্তরাজ্য ন্যাপের সভাপতি আব্দুল আজিজ , যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি জননেতা হরমুজ আলী, যুক্তরাজ্য জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, যুক্তরাজ্য জাসদের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন খান শামীম,টাওয়ার হামলেট কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী,সাংবাদিক ও লেখক মতিহার চৌধুরী, সাংবাদিক আজমল হোসেন ফরাজী, সাংবাদিক বাতিরুল হক সরদার, নারী নেত্রী হেনা বেগম, লিপী ফেরদৌস, সাংবাদিক মোরসালিন মিজান, সাবেক ছাত্র নেতা এম ,সি কলেজের সাবেক জি,এস সৈয়দ তৌহিদ ফিতরাদ হোসেন, লন্ডন মহানগর জাসদের সাধারণ সম্পাদক সাবুল শামছুজ্জামান, যুক্তরাজ্য উদিচীর সভাপতি মতিউর রহমান তাজ, বঙ্গবন্ধু পরিষদের শামসুর রাহমান, আব্দুর রহিম শামীম, সামছু চৌধুরী,সাংবাদিক কাদির মুরাদ,আহমেদ ফখর কামাল, সাবেক ছাত্র নেতা আবু জাফর, আ,ক,ম,চুন্নু, সহ আরও অনেকে।
বক্তারা বলেন, বর্তমান সরকার গত এক বছরে যেসব কর্মকাণ্ড পরিচালনা করেছে, তা প্রমাণ করেছে—এই সরকার মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্য ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। ষড়যন্ত্রমূলকভাবে ক্ষমতায় আসীন হয়ে সরকার বাংলাদেশকে একটি অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।ধানমন্ডি ৩২নম্বর বঙ্গবন্ধু যাদুঘর ঘুড়িয়ে দেওয়া, বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস, জাতীয় নেতা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, অধ্যাপক ড. আবুল বারাকাতসহ হাজারো মুক্তিযুদ্ধপন্থী নেতাকর্মীকে বিনা বিচারে সাজানো মামলায় কারাবন্দি করা—এসবই সরকারের বিপজ্জনক অবস্থানকে স্পষ্ট করেছে।
বক্তারা অভিযোগ করেন, পশ্চিমা শক্তির মদদে নোবেল পুরস্কারপ্রাপ্ত ড. ইউনুস নেতৃত্বাধীন সরকার স্বাধীনতাবিরোধী মৌলবাদী জামাতের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করছে। মুক্তিযুদ্ধপন্থী শক্তির সভা-সমাবেশে হামলা, বীর মুক্তিযোদ্ধা ও গুণিজনদের অপদস্থ করা এবং পরবর্তীতে তাদের গ্রেফতার করে কারাগারে প্রেরণ—এসব ঘটনার মাধ্যমে পরিষ্কার হয়েছে যে এগুলো সরকারের প্রত্যক্ষ নির্দেশেই সংঘটিত হচ্ছে।
সভায় বক্তারা জোর দিয়ে বলেন, এই বিভৎস পরিস্থিতির অবসান ঘটাতে হলে অবিলম্বে গ্রেফতারকৃত দেশপ্রেমিক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। একইসাথে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির এজেন্ডা বাস্তবায়নের সব চক্রান্ত বন্ধ করতে হবে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ গুরুতর হুমকির মুখে। এ অবস্থা থেকে মুক্তির জন্য জাতিকে আবারও ১৯৭১ সালের মতো সর্বজনীন জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। যারা এককভাবে পুরোনো ধাঁচের রাজনীতির মাধ্যমে কেবল "সরাও-সরাও" আন্দোলন করতে চান, তারা বাস্তবতার পরিবর্তিত পরিস্থিতি অনুধাবন করতে ব্যর্থ হচ্ছেন। তাই অহংকার ও সংকীর্ণ দলীয় স্বার্থ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তোলার বিকল্প নেই।
অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সংবিধান হাতে দাঁড়িয়ে যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন, সভায় উপস্থিত সকল বক্তা সেই আহ্বানকে পূর্ণ সমর্থন জানিয়ে বলেন—বাংলাদেশকে গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় পুনরুদ্ধার ও পুনর্জয়ের লক্ষ্যে একটি সার্বজনীন সংগ্রাম পরিষদ গঠন জরুরি হয়ে উঠেছে।
সভা থেকে ঘোষণা দেওয়া হয়, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সর্ব ইউরোপীয় কমিটি ও যুক্তরাজ্য জাসদ দেশের ভেতরে ও প্রবাসে বিভিন্ন ক্যাম্পেইন গ্রুপ, সামাজিক ও রাজনৈতিক শক্তির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জাতীয় ঐক্যের প্রচেষ্টা অব্যাহত রাখবে। প্রিয় বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় পুনর্গঠনের জন্য তারা সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাবে। সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জাসদের সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাজ্য যুব জোটের সাধারণ সম্পাদক কাজী দেলোয়ার হোসেন, সাবেক ছাত্র নেতা জাকারিয়া রশীদ, ডাঃ ইমরুল কায়েস তান্ডু, জাহিদ আলী কোশনু,ফজলুল হক,রাহুল চৌধুরী,আব্দুস সামাদ আজাদ, ফরহাদ আলম , খাদিম পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফসর আহমেদ সহ আরও অনেকে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন