পর্দায় দীঘি ছাড়া আর কারো মা হতে চান না শাবনূর

gbn

পর্দায় দীঘি ছাড়া আর কারো মা হতে চান না বলে জানিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। সম্প্রতি কালের কণ্ঠ আয়োজিত ‘কথায় কথায় বহুদূর’ শিরোনামের একটি অনুষ্ঠানে শাবনূরের বরাতে এমনটা জানিয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। 

শাবনূরের সঙ্গে ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘১ টাকার বউ’ সিনেমায় অভিনয় করেছিলেন দীঘি। ছবিটিতে দীঘিকে শাবনূরের মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল এবং ছবিটির জন্য সে বছর শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান দীঘি।

  

 

সে প্রসঙ্গ টেনে প্রার্থনা ফারদিন দীঘি বলেন, শাবনূর আন্টি তো আমাকে এখনো মেয়ে ডাকে। কিছুদিন আগেই উনার সঙ্গে কথা হয়েছিল। তখন উনাকে বলছিলাম, তোমার সঙ্গে কি আর সিনেমা করব না? এরপর উনিও বলতেছিলেন, ‘কেন করব না! তোর সঙ্গে ছোটবেলাতেই ছবি করেছি, এখন কেন করব না! অবশ্যই করব।’

এরপর শাবনূরকে আবারও একসঙ্গে সিনেমার করার কথা বললে এর উত্তরে শাবনূর দীঘিকে বলেন, ‘শোন, তুই এখন নায়িকা হয়ে গেছিস, আমার তো আর নায়িকা হওয়ার বয়স নেই।

কিন্তু আমি তোর মা ছাড়া আর কারো মা হব না। তুই-ই আমার মেয়ে, তোকেই মেয়ে মানি আর কাউকে আমার মেয়ে মানি না।’

 

এ সময় শাবনূরের সঙ্গে নিজের মিল প্রসঙ্গে দীঘি বলেন, ‘শাবনূর আন্টির সঙ্গে আমার কি মিল আছে জানি না, তবে আমার মা বলতো উনার (শাবনূর) চোখের সঙ্গে নাকি আমার চোখের মিল আছে। শাবনূর আন্টিও তাই বলত।

’ 

 

কালের কণ্ঠের ফিচার সম্পাদক দাউদ হোসাইন রনির সঙ্গে ‘কথায় কথায় বহুদূর’ অনুষ্ঠানে শাবনূরের প্রসঙ্গ ছাড়াও জীবন, ক্যারিয়ারের নানা দিক নিয়ে কথা বলেছেন দীঘি। অনুষ্ঠানটি দেখা যাচ্ছে কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন