সালমান শাহময় মাস সেপ্টেম্বর। আজ তাঁর প্রয়াণ দিবস। ১৯৯৬ সালের আজকের দিনে রহস্য মৃত্যু হয় তাঁর। এই দিনে জানা গেল একটি বিশেষ গানের খবর।
যেটা সালমানকে নিয়ে বানিয়েছে তাঁরই এক ভক্ত। গানটি আসবে সালমানের জন্মদিন অর্থাৎ ১৯ সেপ্টেম্বর।
সুকমল শর্মার নিজের লেখা-সুরের গানটির নাম ‘বিচার চাই’। সুকমল বলেন, ‘আমি সালমান শাহকে অনেক পছন্দ করি ও তাঁর হত্যার ন্যায়বিচার চাই।
সে জন্যই আমার কথাগুলো এ গানের মাধ্যমে বলতে চেয়েছি।’
অভিনেতার জন্মদিনে টিম সালমান শাহ ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হবে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন