অনার্স ২য় বর্ষের পরীক্ষার বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

gbn

মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা ২০২৪ সালের অনার্স ২য় বর্ষের পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেন। ২ সেপ্টেম্বর ৫ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হয়ে বর্ধিত ফরমপূরণ ফি প্রত্যাহারের দাবিতে মিছিল করে স্মারকলিপি প্রদান করা হয়। মিছিলে শিক্ষার্থীরা টাকা যার শিক্ষা তার, এই নীতি মানি না, এক টাকাও বর্ধিত ফি, ছাত্র সমাজ দিবে না, বর্ধিত ফরম পূরণ ফি, প্রত্যাহার করতে হবে। শিক্ষার্থীদের মধ্য থেকে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রাজিব সূত্রধর, সঞ্জিব দেব, হোসেন আহমেদ, কান্তা দাস, লাদেন আহমদ, অ¤øান কান্তি ধর, রুবাইয়াৎ জাহান চৌধুরী, বাপ্পন ধর, ঈশিতা দেব, তামান্না আক্তার, মোছা. উর্মি বেগম, মো. মান্না মিয়া প্রমুখ কলেজের বিভিন্ন বর্ষে শিক্ষার্থীরা।

 

স্মারকলিপি প্রদান শেষে শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক গত ২১ আগস্ট তারিখে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফরমপূরণের জন্য অযৌক্তিকভাবে বর্ধিত ফি আরোপ করা হয়েছে। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মধ্যবিত্ত ও নি¤œবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কষ্টকর ও দুঃসহ হয়ে দাঁড়িয়েছে। সেখানে অতিরিক্ত ফি দেওয়া অনেক শিক্ষার্থীর পক্ষেই সম্ভব নয়। ফলে অনেক শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়ার ঝুঁকিতে পড়েছে। আমরা মনে করি, হঠাৎ করে ফি বৃদ্ধি করা সম্পূর্ণ অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত এবং জুলাই গণ- অভ্যুত্থানের বৈষম্যবিরোধী চেতনার পরিপন্থী। আমরা বিশ্বাস করি,স্মারকলিপিতে উল্লেখিত দাবিসমূহ যথাযথ কর্তৃপক্ষের নিকট উপস্থাপিত হবে এবং দ্রæত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। স্মারকলিপির দাবিসমূহ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরমপূরণের ফি বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। শিক্ষার্থীবান্ধব ও আর্থিকভাবে সহনশীল ফি নির্ধারণ করতে হবে। ভবিষ্যতে হঠাৎ করে এ ধরনের অযৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে হবে। আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা বা আর্থিক অনুদান প্রদান করতে হবে। ৬০% উপস্থিতি নিশ্চিত করতে হলে পর্যাপ্ত যানবাহন, পর্যাপ্ত শিক্ষক এবং ক্লাসরুমের ব্যবস্থা করতে হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন