শিক্ষাপ্রতিষ্ঠানের ঈদের ছুটি বাড়তে পারে

gbn

জিবিনিউজ 24 ডেস্ক//

চলতি রমজানে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত স্কুল-কলেজে নিয়মিত ক্লাস চালু রাখার সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে। এতে আসন্ন ঈদে কয়েকদিনের জন্য বাড়তে পারে স্কুল-কলেজের ছুটি।

রোববার (৩ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

 

অধ্যাপক নেহাল আহমেদ বলেন, শিক্ষামন্ত্রী স্কুল-কলেজের ছুটি সমন্বয় পুনরায় বিবেচনার জন্য বলেছেন। তবে, এ বিষয়ে মূল সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে ছুটি বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয় চিন্তাভাবনা করছে। এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলেও তার ধারণা।

এর আগে গত ২৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব নজরুল ইসলামের সই করা অফিস আদেশে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার কথা জানানো হয়।

ওই অফিস আদেশে আরও বলা হয়, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। ফলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ করতে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে ২৬ এপ্রিল পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হলো।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন