বিশেষ প্রতিনিধি:
অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে লেখক বায়েজিদ হোসেনের ১ম বই 'অবেলায় স্টেশনে'। আনন্দম প্রকাশী থেকে প্রকাশিত বইটি সম্পাদনা করেছেন সজিব তুষার, বইটির প্রচ্ছদ করেছেন ফারহা তাহসিন। ৫৬ পৃষ্ঠার বইয়ের মূল্য রাখা হয়েছে ১৬০ টাকা। বইমেলায় পাওয়া যাচ্ছে ৫০২ নং স্টলে৷ বইটি সম্পর্কে বায়েজিদ হোসেন বলেন, ক্ষুদ্র জীবনের বিচিত্র অভিজ্ঞতার সাথে কিছু ভাব ও রসের মিশ্রনে এই বইয়ের গল্পগুলো রচিত৷ সমাজ বাস্তবতার নিরিখে রচিত গল্পগুলো আশা করি পাঠকদের ভালো লাগবে৷ ঝিনাইদহ জেলার শৈলকুপায় জন্ম লেখক বায়েজিদ হোসেন গল্প ছাড়াও কবিতা, উপন্যাস ও প্রবন্ধ ও সাহিত্য সমালোচনা লেখেন৷ স্থানীয় ও জাতীয় দৈনিকে দীর্ঘদিন লেখালেখি করছেন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন৷

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন