হামিদা আব্বাসী'র বইয়ের মোড়ক উন্মোচন

gbn

 নিজস্ব প্রতিবেদক:
কবি ও গল্পকার হামিদা আব্বাসী’র গল্পগ্রন্থ বেদনার স্বাদ বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে বইটির মোরক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে। এতে উপস্থিত অতিথিদের নিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন- প্রিয়জন সামাজিক, সাংস্কৃতিক সংস্থার সহ-সাধারণ সম্পাদক রোটারেক্ট রিপন আহমেদ, খোয়াই বন্ধনের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক রনি তালুকদার, স্টুডেন্ট’স গোল এসোসিয়েশন হবিগঞ্জ এর সভাপতি শাকির আহমেদ রিপন, কবিতায় কবির চেতনার প্রতিনিধি হিসেবে জান্নাতুল ফেরদৌস আঁখি, 


ইচ্ছেপূরণ মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাজু দাশ, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, শাবিপ্রবি শাখার উপ দপ্তর এবং সাহিত্য ও প্রচার সম্পাদক রুবেল আহমেদ এবং আশরাফুল ইসলাম, বিশিষ্ট ফটোগ্রাফার হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন- সাদিকুর রহমান তানিম, হোসাইন আহমেদ,ফজলে রাব্বি,আব্দুস সবুর ইমন, শিরিন আক্তার বিথী,তাছকিয়া আক্তার প্রমুখ।


 অনুষ্ঠানে ‘বেদনার স্বাদ’ গল্পগ্রন্থের লেখালেখির প্রেক্ষাপট সম্পর্কে উপস্থিত অতিথিবৃন্দ লেখিকাকে জিজ্ঞেস করলে তিনি বলেন-‘বেদনার স্বাদ’ গল্পগ্রন্থটি আসলে সমাজের বসবাসরত মানুষের হতাশা, দুঃখ, বেদনার পরেও যে সুখে থাকার সম্ভাবনা আছে, বেদনার পর সুখ আসবে এ চিরন্তন বাণীর ধারক বাহক হচ্ছে ‘বেদনার স্বাদ’এর প্রতিটি গল্প। 

তিনি আরোও বলেন, বেদনার স্বাদ গল্পগন্থটিতে আছে বারোটি গল্প এবং পাঠকের মতামত নিয়ে দুইটি পরিশিষ্ট। 

লেখিকার প্রশ্ন, পাঠকের মতামত বইয়ের মাঝে যুক্ত করা এটি একটি নতুন সংযোজন।যে মতামতগুলো পাঠ করলে সহজেই পাঠক তাঁর সুখ-দুঃখকে পার্থক্য করতে পারে, একই সাথে অন্য অনেকের কিসে সুখ-দুঃখ সেটা জানতে পারবে। মোটকথা তিনি বলেন- বেদনার পরে যে সুখ আসে, সেই সুখই হচ্ছে বেদনার স্বাদ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন