চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর উল্টে চালক নিহত

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজার মোড়ে বৃহস্পতিবারবিকেলে মাটিবাহি একটি ট্রাক্টর-ট্রলি উল্টে এর নীচে চাপা পড়ে চালক নাদিম(২৫) নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জের পারদিলালপুর গ্রামের নাসিরুদ্দিননাজমুলের ছেলে। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার জানান,বিকেল চারটার দিকে বিল থেকে মাটি ভর্তি করে ট্রাক্টর-ট্রলিটি নীচু জমিথেকে উঁচু সড়কে ওঠার সময় উল্টে যায়। এসময় ট্রাক্টরের নীচে চাপা পড়ে চালকনাদিম ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে। পরে পরিবারের‘অভিযোগ নাই’ মর্মে আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে বলেও জানান উপপরিদর্শক
শ্যামল।