কারিশমা আবার বিয়ে করলে আপত্তি নেই বাবার

জিবিনিউজ24 ডেস্ক:বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর দ্বিতীয় বিয়ে নিয়ে জল্পনার শেষ নেই। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, কারিশমা নাকি সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে প্রেম করছেন।
কারিশমা গত বছর সঞ্জয় কাপুরের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। সম্প্রতি সন্দীপেরও তার স্ত্রী আশ্রিতার সঙ্গে ডিভোর্স হয়েছে।
শোনা যায়, একটা পার্টিতে আলাপ হয় সন্দীপ ও কারিশমার। এরপর দুজনকে বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গেছে। এমনকি দুজনে বেশ কয়েকবার বাইরেও ছুটি কাটাতে গেছেন। সন্দীপ ও কারিশমা দুজনেই ডিভোর্সি। তাই ওদের বিয়েতে আর কোনো বাধা নেই।
সম্প্রতি একটা সাক্ষাৎকারে রণধীর কাপুরকে কারিশমার বিয়ের কী প্ল্যান সেই নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে রণধীর জানিয়েছেন মেয়ে যদি দ্বিতীয়বার বিয়ে করে তাহলে তার কোনো আপত্তি নেই।
রণধীর বলেন, কারিশমা যদি আবার বিয়ে করতে চায় এতে আমার কোনো আপত্তি নেই। আমার আশীর্বাদ ওর সঙ্গে থাকবে। ওর বয়স কম তাই আবার নতুন করে জীবন আরম্ভ করতেই পারে। তবে সন্দীপের সঙ্গে কারিশমা প্রেম করছে কি না তা বলতে পারছি না। কিন্তু অনেকবার ওদের একসঙ্গে দেখেছি আমি।