জোরপূর্বক মিটার প্রতিস্থাপন না করার দাবি চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সাথে বিদ্যূৎ বিভাগের প্রি-পেমেন্ট মিটার নিয়ে সভা

gbn


চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সাথে বিদ্যূৎ বিতরণকারী কর্তৃপক্ষের (নেসকো) বিদ্যূতের প্রি-পেমেন্ট মিটার
প্রতিস্থাপন নিয়ে মতবিনিময় সভা সূনির্দিষ্ট কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। সোমবার(৩০ আগষ্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় নেসকো কর্মকর্তাদের নিকট জোরপূর্বক মিটার স্থাপন না করার দাবি জানান নাগরিক কমিটি নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকবৃন্দ। তারা চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতিতে মিটার প্রতিস্থাপনের কাজ ধীর  করে দেশের অনান্য উন্নত এলাকায় জোরদার করার আহব্বান জানান। প্রি-পেমেন্ট মিটার সম্পর্কে সব ধরনের ও সঠিক তথ্য প্রচারের দাবিও করেন সাধারণ মানুষ।
সভায় সাধারণ নাগরিকরা বিদ্যূতের অনবরত লোড শেডিং ও দূর্বল সেবার মান উন্নত করার পরই এমন মিটার স্থাপনের দাবি জানান। নাগরিক কমিটি প্রতি এলাকায় গণশুনানাীর দাবী করেন।
এসব দাবীর উত্তরে বিদ্যূৎ কর্মকর্তারা বলেন, নতুন মিটার নিয়ে আশংকার কারণ নেই। নতুন প্রি-পেমেন্ট মিটারের বিভিন্ন গুনাগুণ তুলে ধরে তারা বলেন, কারও সাথে আলোচনা না করে তার মিটার প্রতিস্থাপন করা হবে না। এছাড়া যার যার ব্যবহৃত বিদ্যূৎ মিটার তাকেই দিয়ে দেয়া হবে। বিদ্যূৎ বিভাগ সে মিটার নিয়ে নিবে না। এ ছাড়া নতুন মিটার ভাড়া বাবদ যে টাকা কাটার কথা রয়েছে তা মওকুফের জন্য উর্ধতণ কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবে। তবে ২০২২ সালের মধ্যে মিটার স্থাপনের কাজ শেষ করতে হবে বলেও জানান তারা।
বিদ্যূতের লোড শেডিং নিয়ে প্রশ্নবানে জর্জরিত বিদ্যূৎ কর্মকর্তারা বলেন, বিদ্যূৎ সেবার মান বাড়াতে চলমান একটি প্রকল্পের আওতায় বিতরণ লাইন, টান্সফর্মার ও অন্য যন্ত্রাংশ প্রতিস্থাপনের কাজ চলছে যা শেস হলে সেবার মান বাড়বে।
সভায় বক্তব্য দেন স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মাহবুবুল আ্যলম চৌধুরী,চাঁপাইনবাবগঞ্জ নেসেেকা-১ নির্বাহী প্রকৌশলী আলিউল আজিম.নেসকো-২ নির্বাহী প্রকৌশলী সেলিম রেজা, নাগরিক কমিটি সভাপতি সৈয়দ আহমেদ হোসেন বাদশা,সদস্য সচিব মনিরুজ্জামান মনির,উপদেষ্টা আবু হাসিব ও এড সাইদুল ইসলাম, শিক্ষক মারুফুল হক,জেষ্ঠ্য সাংবাদিক শামসুল ইসলাম টুকু ও রফিকুল ইসলাম, ব্যবসায়ী নেতা শামসুল হক ও শওকত হোসেন, আব্দুস সালাম খান,যুবনেতা আব্দুল মজিদ ও লেনিন প্রামানিক সহ অনেকে।  ##

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন