জিবি নিউজ ||
গত ১৭ ই ডিসেম্বর বুধবার বিকাল ৫টায় আকিলা-নুর ফাউণ্ডেশনের ফাউন্ডেশনের আয়োজনে বাংলাদেশের ৫৫কম বিজয় দিবস উপলক্ষে ইলফোরডের কিংডম সলিসিটারসের অফিসে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।বিশিষ্ট সমাজসেবী ও বাংলা পোষ্ট পত্রিকার অনারারী চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো: মফিজুর রহমানের সভাপতিত্বে ও ব্যারিষ্টার তারেক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কমিউনিটি সংগঠক কে এম আবু তাহের চৌধুরী ,বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শেখ মোজাম্মেল হোসেন কামাল ও বর্নবাদ বিরোধী আন্দোলনের নেতা আলহাজ্ব রফিক উল্লাহ ।
.jpeg)
সভায় বিজয় দিবস ও স্বাধীনতা আন্দোলনের স্মৃতিচারণ করে আরো বক্তব্য রাখেন - শহীদ পরিবারের সন্তান সাংবাদিক বাবুল হোসেন , বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন শিকদার ,এ এস ফজলুর রহমান চৌধুরী ,মোহাম্মদ মোমেন ,লেহাজ উদ্দিন প্রমুখ । শহীদ সন্তান সাংবাদিক বাবুল হোসেনের কাছ থেকে একাত্তরে তাদের পরিবারের বীরত্ব গাঁথার গল্প ও বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাম্মেল হোসেন কামালের কাছ থেকে রণাঙ্গনে সরাসরি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে অপারেশনের ঘটনা শুনলেন উপস্থিত সিনিয়র সিটিজেনরা । জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় । অনুষ্ঠানে দুই মুক্তিযোদ্ধা শেখ কামাল ও আলা উদ্দিন শিকদার ,শহীদ সন্তান সাংবাদিক বাবুল হোসেন ও কে এম আবু তাহের চৌধুরীকে ফুল দিয়ে সম্মান জানানো হয় । পরে বিজয় দিবস উপলক্ষে কেক কাটা হয় ও প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় ।

এর আগে একাত্তরের শহীদদের মাগফেরাত এবং জীবিত মুক্তিযোদ্ধা ,দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয় । উল্লেখ্য, ব্যারিষ্টার তারেক চৌধুরী ও তৌহিদ চৌধুরীর মরহুম পিতা মাতার নামে এই ফাউন্ডেশন পরিচালিত হয়ে আসছে । সম্মানিত অতিথির বক্তব্যে কে এম আবু তাহের চৌধুরী মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে সরকারের প্রতি জোরালো দাবি জানান । তিনি জাতীয় ভাবে যার যার অবদানের স্বীকৃতি দোয়ার দাবী জানান ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন