বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-
হবিগঞ্জের নবীগঞ্জে তিন মাস পূর্বে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ সময় অপহরণ মামলার মূল আসামি শাহরিয়া আরশ (২১)কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে ইনাতগঞ্জ বাজার এলাকায় র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্কুল ছাত্রীকে উদ্ধার ও আসামিকে গ্রেফতার করে।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার শেখ জামালের পুত্র শাহরিয়া আরশ একই এলাকার দশম শ্রেণির এক জনৈক স্কুল শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেয়। তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ে আসার যাওয়ার সময় উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিতেন। বিষয়টি মেয়ে তার পরিবারকে জানায়। এতে মেয়ের পরিবার আরশের মাকে বিষয়টি অবহিত করলেও কোনো ফল মেলেনি। পরে। গত (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে মেয়েটিকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে যান আরশ ও তাঁর সহযোগীরা। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মেয়েটির কোনো সন্ধান না পেয়ে নবীগঞ্জ থানায় এ ঘটনায় একটি অপহরণ মামলা (নং–৪/২১২) দায়ের করেন। এ
মামলার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও মূল আসামি শাহরিয়া আরশকে গ্রেফতার করে।
এ ব্যাপারে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, “উদ্ধার হওয়া স্কুলছাত্রী ও গ্রেফতার শাহরিয়া আরশকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি তদন্ত মো: দুলাল মিয়া জানান, উদ্ধার হওয়া শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা শেষে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন