রেকর্ডসংখ্যক ভোটে নির্বাচিত নতুন ইয়াং মেয়র টিমকে স্বাগত জানাল টাওয়ার হ্যামলেটস

gbn

টাওয়ার হ্যামলেটসে অনুষ্ঠিত রেকর্ডসংখ্যক ভোটগ্রহণের পর নতুন ইয়াং মেয়র টিম ঘোষণা করা হয়েছে। এ বছর বরো জুড়ে তরুণদের দেওয়া মোট ৭,৭১৯টি ভোট পড়েছে, যা এই কর্মসূচির ইতিহাসে সর্বোচ্চ ভোটার উপস্থিতি।
৯ ডিসেম্বর মঙ্গলবার টাওয়ার হ্যামলেটসের নতুন ইয়াং মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুসা নূর। তার সঙ্গে পাঁচজন ডেপুটি ইয়াং মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন, তারা হলেন আমাইরা কাতিয়াল, এলিয়া মিয়া, সালেনা মিয়া, লাতিশা ওজো এবং নিকোল রাখমান।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানটি ৯ ডিসেম্বর টাওয়ার হ্যামলেটসের ১৯টি ইয়ুথ সেন্টারের একটি হেইলিবুরি ইয়ুথ সেন্টারে অনুষ্ঠিত হয়। এসব সেন্টার তরুণদের শেখা, বেড়ে ওঠা এবং নিজেদের দক্ষতা ও আগ্রহ বিকাশের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ প্রদান করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪ জন ইয়াং মেয়র প্রার্থী, তাদের পরিবার ও বন্ধু, ইয়ুথ ওয়ার্কার, বিদায়ী ইয়াং মেয়র টিম এবং টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার।
ইয়াং মেয়র টিম সম্পর্কে টাওয়ার হ্যামলেটসের মেয়র লুতফুর রহমান বলেন, “নতুন ইয়াং মেয়র টিম এবং এই পর্যায়ে পৌঁছাতে তাদের পরিশ্রম ও নিষ্ঠা নিয়ে আমি অত্যন্ত গর্বিত। নিজেদের সমবয়সীদের মধ্যে নির্বাচনে দাঁড়ানো সাহসের কাজ। এই ছয়জন তরুণ তাদের প্রচারণার মাধ্যমে সত্যিকারের নেতৃত্ব ও অঙ্গীকারের পরিচয় দিয়েছে। এখন তারা টাওয়ার হ্যামলেটসের তরুণদের কণ্ঠস্বরের আনুষ্ঠানিক প্রতিনিধিত্ব করবে, এবং আমি তাদের ভাবনা গুলো বাস্তব রূপ নিতে দেখার অপেক্ষায় আছি।”

 


তিনি বিদায়ী ইয়াং মেয়র টিমের অর্জনেরও প্রশংসা করেন। সাবেক ইয়াং মেয়র ফেতুমা হাসান বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গভর্ন্যান্স বিষয়ে পড়াশোনা করছেন এবং ডেপুটি ইয়াং মেয়র রোশেল লুইস-গিয়ারি ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিষয়ে অধ্যয়ন করছেন বলে তিনি উল্লেখ করেন।
এডুকেশন, ইয়ুথ এন্ড লাইফলং লার্নিং ক্যাবিনেট সদস্য এবং ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার বলেন, “নতুনভাবে নির্বাচিত ইয়াং মেয়র টিমকে অনেক অভিনন্দন। এটি একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ ভূমিকা, এবং আমি নিশ্চিত ইয়াং মেয়র ও ডেপুটিরা অসাধারণ কাজ করবে। ইয়াং মেয়র ইনডাকশনের দিন থেকেই প্রার্থীদের সঙ্গে দেখা করে আমি তাদের ভাবনা ও উৎসাহ দেখেছি, এবং সেই স্বপ্নগুলো বাস্তবে রূপ নিতে দেখার অপেক্ষায় আছি।"
তিনি বলেন, “আমি কোনো সন্দেহ ছাড়াই বলতে পারি, সামনে তাদের একটি দারুণ মেয়াদ অপেক্ষা করছে।”
এ বছর ইয়াং মেয়র পদের জন্য বরো জুড়ে তরুণদের কাছ থেকে রেকর্ডসংখ্যক ৯২টি আবেদন জমা পড়ে। কর্মশালা ও সাক্ষাৎকারের ধারাবাহিক প্রক্রিয়ার পর ১৪ জন প্রার্থী চূড়ান্ত তালিকাভুক্ত হন এবং প্রচারণা শুরুর আগে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ১ থেকে ৭ ডিসেম্বর, টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন স্কুল ও কলেজে।
টাওয়ার হ্যামলেটসের ইয়াং মেয়র মুসা নূর বলেন, “টাওয়ার হ্যামলেটসের পরবর্তী ইয়াং মেয়র হতে পেরে আমি ভীষণ কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি। এখানে পৌঁছাতে যাঁরা আমাকে সমর্থন করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। অনেক প্রতিশ্রুতিশীল প্রার্থী ছিলেন, এবং আমি সবাইকে অভিনন্দন জানাতে চাই। আমরা সবাই এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছি এবং অনেক পরিশ্রম করেছি।"
তিনি বলেন, “আগামী কয়েক মাসে ডেপুটিদের সঙ্গে একসঙ্গে কাজ করতে এবং এই ভূমিকার অগ্রযাত্রা দেখতে আমি সত্যিই উচ্ছ্বসিত।”

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন