নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:- নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা ও কলেজ ছাত্র তাহসিন হত্যা মামলার আসামী সাজুকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় নবীগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত আলোচিত গত বছর ২০২৪ইংরেজীর ২৭ ফেব্রুয়ারি সংঘটিত কলেজ ছাত্র সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যা মামলার অন্যতম আসামি ও ছাত্রলীগ নেতা সাজু। সে দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে উপকেলার দত্ত গ্রামের হাফিজ মিয়ার পুত্র ছাত্রলীগ নেতা ডেভিল সাজু।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বয়াপারে পুলিশ জানিয়েছে, তাহসিন হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন