পোস্টাল ভোটের জন্য পুনরায় আবেদন বাধ্যতামূলক – শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৬

gbn

নির্বাচনী আইন ২০২২ অনুযায়ী এখন থেকে তিন বছর পর পর পোস্টাল ভোটের জন্য পুনরায় আবেদন করতে হবে বলে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
যেসব ভোটার ৩০ জানুয়ারি ২০২৪ বা তার আগে পোস্টাল ভোটের অনুমতি পেয়েছেন, তাঁদের ৩১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে নতুন আবেদন জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে আইন অনুযায়ী নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসার তাঁদের পোস্টাল ভোট বাতিল করবেন। এরপর ভোট দিতে হলে ভোটকেন্দ্রে যেতে হবে অথবা নতুন পোস্টাল ভোটের আবেদন করতে হবে কিংবা একজন প্রক্সি নিয়োগ করতে হবে। ভোটকেন্দ্রে ভোট দিতে হলে এখন সকল ভোটারকে বৈধ ছবি-সংবলিত পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।
টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল ইতিমধ্যেই সংশ্লিষ্ট ভোটারদের ইমেইল বা চিঠির মাধ্যমে যোগাযোগ করেছে। ইমেইল পাঠানো হয়েছে সরকারের নিরাপদ নোটিফাই সিস্টেম থেকে। যাদের ইমেইল নেই, তাঁদের চিঠি পাঠানো হয়েছে প্রয়োজনীয় নির্দেশনা সহ।
সবচেয়ে দ্রুত ও সহজ উপায় হলো অনলাইনে আবেদন করা। আবেদন করতে প্রয়োজন হবে জন্মতারিখ, ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বর এবং সাদা কাগজে কালো কালিতে হাতে লেখা সইয়ের স্ক্যান বা ছবি আপলোড। যদি অনলাইনে আবেদন সম্ভব না হয়, তাহলে ইংল্যান্ডে কাগজের ফর্ম ডাউনলোড করা যাবে অথবা ইমেইল [email protected] বা 020 7364 0872 নাম্বারে ফোন করে ফর্ম চাওয়া যাবে।
নতুন নিয়মে অনলাইনে আবেদন করার সুযোগ এসেছে। পরিচয় যাচাইয়ের জন্য ডিডব্লিউপি এর রেকর্ডের সঙ্গে মিলানো হবে। পরিচয় যাচাই ব্যর্থ হলে অতিরিক্ত পরিচয়পত্র জমা দিতে হবে। যদি কেউ পোস্টাল ভোট বাতিল করতে চান, তাহলে লিখিতভাবে ইমেইল বা চিঠির মাধ্যমে জানাতে হবে। ঠিকানা: Electoral Services, TH206, Town Hall, 160 Whitechapel Road, London E1 1BJ
পরবর্তী নির্ধারিত নির্বাচন মেয়র ও স্থানীয় কাউন্সিল নির্বাচন, যা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, ৭ মে ২০২৬। যারা পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিতে চান, তাঁদের ৩১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন: www.gov.uk/apply-postal-vote

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন