শাহরিয়ার খাঁন সাকিব, মৌলভীবাজার||
স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে ‘মৌলভীবাজার ব্লাড ডোনেশন সোসাইটি’র উদ্যোগে দিনব্যাপী ‘ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মে) দুপুরে মৌলভীবাজার গার্লস গাইড হাউসের সামনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. রুহুল আমীন, সহ-সভাপতি শেখ শায়লা আক্তার লিশা, অর্থ ও দপ্তর সম্পাদক টিনা সহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
এছাড়া মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করা হয়। কর্মসূচীতে স্কুল - কলেজে পড়ুয়া ও পথচারী সহ প্রায় ১শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেন সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।
এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. রুহুল আমীন জানান, ‘রক্তদান-রক্তগ্রহণের জন্য রক্তের গ্রুপ জানা আবশ্যক। এই কথাকে মাথায় রেখে আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আজ হাতে নিয়েছি মানুষকে সচেতন করতে। আমরা চাই সবাই নিজ নিজ রক্তের গ্রুপ জানুক এবং একে অন্যের বিপদে এগিয়ে আসুক রক্তদানের মাধ্যমে।’
সংগঠনটির বিষয়ে জানতে চাইলে সহ-সভাপতি শেখ শায়লা আক্তার লিশা বলেন, ‘ব্লাড ক্যাম্পিং নিয়ে যাদের সাথেই আলোচনা করেছি সবাই অনেক সাপোর্ট করছে। সেই সকল বন্ধু, বড়ভাই-আপুদের সঙ্গে নিয়ে ক্ষুদ্র একটা সংগঠন ‘মৌলভীবাজার ব্লাড ডোনেশন সোসাইটি’র যাত্রা শুরু করেছি। তার উদ্যোগ হিসেবে আজকের এই ব্লাড গ্রুপিং এর আয়োজন।’

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন