গোপালগঞ্জ প্রতিনিধি : ডিবি পুলিশ পরিচয়ে মহাসড়কে ডাকাতিকালে ৪ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ থানা পুলিশ। তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে মহাসড়ক থেকে সাধারণ মানুষকে মাইক্রোতে তুলে মারপিট করে মূল্যবান জিনিসিপত্র ছিনিয়ে নিতো। পরে মহাসড়কের সুবিধাজনক স্থানে তাদের ফেলে পালিয়ে যেত। এভাবেই দিনের পর দিন অসংখ্য ডাকাতি করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে ওই চার ডাকাত সদস্য। গতকাল বুধবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ব্রিজ থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো রবগুনা জেলার তালতলী থানার বেতিপাড়া গ্রামের কাদের প্যাদার ছেলে একিন ওরফে সুসন প্যাদা (২৮), বরগুনা জেলার আগাপদ্মা এলাকার দক্ষিণ ডিকেপি রোডের ওয়াজেদ খানের ছেলে জাহাঙ্গীর খান (৪৫) , বরগুনা জেলার তালতলী উপজেলার ঠংপাড়া গ্রামের দেনছের আলী হাওলাদারের ছেলে নূর মোহাম্মদ (২৮) ও বরগুনা জেলার শিয়ালিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম সিকদারের ছেলে মোঃ সেলিম (৩৫)। পুলিশ জানান, চক্রটি দীর্ঘদিন ধরে মহাসড়কে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে মাইক্রোতে তুলে মারপিট করত। তারপর তাদের কাছ থেকে নগদ টাকা, মোটর সাইকেল, স্বর্নালংকার সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যেত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। দেশের বিভিন্ন মহাসড়কে তারা এ কাজ করে বেড়াত বলেও পুলিশকে জানিয়েছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন