জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন শাখা আ’লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২০ ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৫’ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রথম পর্বে সম্মেলনের পর দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশন নতুন কমিটি গঠন ছাড়াই শেষ হয়। উপজেলা আ’লীগ সভাপতি আজিজুর রহমান জানান,নতুন কমিটির নেতৃবৃন্দের নাম পরে ঘোষণা করা হবে।
সম্মেলনে বক্তব্য দেন, জেলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মইনুদ্দীন মন্ডল,সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন,সেক্রেটারী ও সদর আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ,উপজেলা সভাপতি আজিজুর রহমান,সেক্রেটারী নজরুল ইসলাম,ইউনিয়ন সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম,সেক্রেটারী মেহবুব আলম গাউস প্রমুখ। ##

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন