অমিতাভ বচ্চনকে পা ছুঁয়ে প্রণাম করায় দিলজিতকে হুমকি

gbn

কিছুদিন আগে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বর্ষীয়ান তারকা অমিতাভ বচ্চনকে পা ছুঁয়ে প্রণাম করেন পাঞ্জাবি সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ। যা নিয়ে সোশ্যালে বেশ চর্চাও হয়। অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করে এবার বিপাকে পড়েছেন শিল্পী, খলিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন থেকে হুমকি পেলেন দিলজিৎ। 

‘শিখ্‌স ফর জাস্টিস’ (এসএফজে) নামে ঘোষিত সন্ত্রাসবাদী সংগঠনের প্রধানের হুমকি, তারা অস্ট্রেলিয়ায় দিলজিতের অনুষ্ঠান বন্ধ করে দেবেন।

 

 

এসএফজে-র দাবি, অমিতাভকে প্রণাম করে দিলজিৎ ১৯৮৪-র শিখবিরোধী হিংসায় হতাহতদের অসম্মান করেছেন। এসএফজে প্রধান গুরপতবন্ত সিং পান্নুনের হুমকি, আগামী ১ নভেম্বর অস্ট্রেলিয়ায় দিলজিতের অনুষ্ঠান তারা বন্ধ করেই ছাড়বেন!

তাদের আরো দাবি, ১৯৮৪ সালে অমিতাভ ‘রক্তের বদলে রক্ত’ রব তুলেছিলেন। সংগঠনের প্রধান এক বিবৃতিতে বলেছেন, ‘অমিতাভের এই মন্তব্যের প্রভাবে সেই সময়ে সারা ভারতে ৩০ হাজার শিখের মৃত্যু হয়েছিল। গণহত্যায় প্ররোচনা দিয়েছিলেন বচ্চন।

তার পা ছুঁয়ে দিলজিৎ দোসাঞ্জ ১৯৮৪ সালে নিহত মানুষ, বিধবা ও অনাথ শিশুদের অসম্মান করেছেন।’ 

 

এই বিতর্কে যদিও এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেননি দিলজিৎ দোসাঞ্জ।

উল্লেখ্য, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর মৃত্যু হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর। তার ঠিক পরেই অর্থাৎ ১ নভেম্বর থেকে শুরু হয়েছিল শিখবিরোধী হিংসা।

 তথ্য অনুযায়ী, দিল্লিতে ২৮০০ জন শিখ মানুষের মৃত্যু হয়েছিল এবং সারা ভারতে ৩৩০০ জন শিখ পুরুষের মৃত্যু হয়।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন