সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন কুমার শানু

gbn

জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু ও তার সাবেক স্ত্রী রীতা ভট্টাচার্যের মধ্যকার দীর্ঘদিনের তিক্ততা এবার আদালতের দোরগোড়ায় পৌঁছেছে। রীতার করা মানহানিকর মন্তব্যের জেরে মুম্বাই হাইকোর্টে মামলা করেছেন এ কিংবদন্তি সংগীতশিল্পী। একই সঙ্গে ক্ষতিপূরণ হিসেবে ৩০ লাখ রুপি দাবি করেছেন তিনি।

এর আগে গত সেপ্টেম্বর মাসেই রীতাকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন কুমার শানু। তবে তাতে কোনো সমাধান না হওয়ায় এবার বড় অঙ্কের ক্ষতিপূরণ চেয়ে আদালতের শরণাপন্ন হলেন ‘মেলোডি কিং’ কুমার শানু। দীর্ঘ দুই দশক পর এই সাবেক দম্পতির আইনি লড়াই এখন বিনোদনপাড়ায় আলোচনার তুঙ্গে।

গণমাধ্যমের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, বিবাহবিচ্ছেদের প্রায় ২০ বছর পর সম্প্রতি এক সাক্ষাৎকারে কুমার শানুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন রীতা ভট্টাচার্য। তার দাবি ছিল— অন্তঃসত্ত্বা থাকাকালীন শানু তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছিলেন। এমনকি ঠিকমতো খাবার এবং ওষুধের খরচ পর্যন্ত দিতেন না তিনি।

জীবন বাঁচাতে তাকে নিজের গহনা পর্যন্ত বিক্রি করতে হয়েছিল বলে দাবি করেন রীতা। এ ছাড়া কুমার শানুর একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়েও খোলামেলা কথা বলেন সাবেক কুমারপত্নী।

সাবেক স্ত্রীর এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়ে আইনি পদক্ষেপ নেন কুমার শানু। এ সংগীতশিল্পীর দাবি— এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে গড়ে তোলা তার পরিচ্ছন্ন ভাবমূর্তি নষ্ট করা হয়েছে।

 

 

 

তার আইনজীবী সানা রইস খানের মাধ্যমে পাঠানো ওই নোটিশে ইন্টারনেটে থাকা সেই বিতর্কিত সাক্ষাৎকারের ভিডিওগুলো দ্রুত সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে। শানুর আইনজীবী দাবি করে বলেন, কুমার শানু চার দশক ধরে সুরের জাদুতে কোটি কোটি মানুষকে মুগ্ধ করেছেন। সস্তা প্রচারের আশায় করা এসব মিথ্যা অভিযোগ দিয়ে গুণী এ শিল্পীকে কলঙ্কিত করা যাবে না।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন