সাম্প্রতিক সময়ে ঢাকায় এসেছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির। এরপর ঢাকায় আসার কথা রয়েছে দেশটির আরো কয়েকজন তারকার।
এরমধ্যেই গুঞ্জন ছড়িয়েছে, ভারতীয় সংগীত তারকা অরিজিৎ সিংও ঢাকায় আসছেন। ট্রিপল টাইম কমিউনিকেশনস ও টিকিট টুমরো নামের দুটি প্রতিষ্ঠান তাকে নিয়ে কনসার্টের কথা জানিয়েছে।
গতকাল মঙ্গলবার এক ফেসবুক পোস্টে টিকিট টুমরো জানিয়েছে, ‘অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টটি নিয়ে কাজ করছে তারা।
তবে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, কনসার্টের বিষয়টি চূড়ান্ত হয়নি।
এরপর গণমাধ্যমে বললেন, ‘অরিজিৎ সিংয়ের সঙ্গে আমরা কয়েক দফায় যোগাযোগ করেছি। জাতীয় সংসদ নির্বাচনের আগে কনসার্টটি করার পরিকল্পনা নেই।
আগামী বছরের শেষভাগে হতে পারে।’
এর আগে ২০১৬ সালে ঢাকায় এসেছিলেন অরিজিৎ সিং। আর্মি স্টেডিয়ামে ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শীর্ষক কনসার্টে গান করেছিলেন তিনি।
জিবি নিউজ24ডেস্ক//
 
                            
                             
                                                                                                
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                    
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন