জেমসের স্ত্রী কে এই নামিয়া আমিন?

gbn

ব্যান্ড তারকা জেমস ব্যক্তিগত জীবনকে আড়ালেই রেখেছিলেন। সব আলোচনার কেন্দ্রেই ছিল শুধু গান ও মঞ্চ। কিন্তু হঠাৎ করেই বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে এনে সবাইকে চমকে দিলেন তিনি। এই খবরে যেন তোলপাড় সামাজিক মাধ্যম।

ভক্ত থেকে সহকর্মী—সবাই শুভেচ্ছা জানাচ্ছেন নবদম্পতিকে। একই সঙ্গে অনেকে জানতে চাইছেন—কে এই নামিয়া আমিন?

 

রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, জেমসের তৃতীয় স্ত্রীর নাম নামিয়া আমিন আনাম। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী। বাবা নুরুল আমিন ও মা নাহিদ আমিনের সঙ্গে ছোটবেলা থেকেই সেখানেই বড় হয়েছেন।

সেখানে একজন নৃত্যশিল্পী হিসেবে তার আলাদা পরিচিতিও রয়েছে।

 

২০২৩ সালে আমেরিকা সফরের সময় মাহফুজ আনাম জেমস-এর সঙ্গে নামিয়ার প্রথম পরিচয় হয় লস অ্যাঞ্জেলেসে। সেখান থেকেই শুরু হয় সম্পর্কের যাত্রা। এরপর বাংলাদেশে ফিরে আসেন জেমস, আর কিছুদিনের মধ্যে ছুটে আসেন নামিয়াও।

দুজন মিলে বিয়ের সিদ্ধান্ত নেন। ২০২৪ সালের ১২ জুন ঢাকায় তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকে তারা রাজধানীর বনানীতে বসবাস করছেন।

 

এই সংসারে নতুন আনন্দ যোগ হয়েছে চলতি বছরই। ৮ জুন নিউইয়র্কের হান্টিং টং হাসপাতালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান জিবরান আনাম।

নতুন জীবন নিয়ে জেমস বলেন, ‘আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। যত দিন বাঁচি, যেন গান গেয়ে যেতে পারি। দোয়া চাই সবার কাছে।’

 


 

এর আগে জেমস প্রথম বিয়ে করেছিলেন অভিনেত্রী রথিকে। এই সংসারে এক ছেলে দানিশ ও এক মেয়ে জান্নাত রয়েছে—দুজনেই এখন বিশ্ববিদ্যালয় শেষ করে নিজ জীবনে ব্যস্ত। পরে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন বেনজীর সাজ্জাদকে। ২০১৪ সালে এই দম্পতির বিচ্ছেদ হয়। বেনজীর কন্যাসন্তান জাহানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ডালাসে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেন, আর জেমস থেকে যান দেশে—গান ও মঞ্চের টানে। সেখানেই শেষ হয় সেই অধ্যায়।

তৃতীয়বার নতুন জীবনের পথে হাঁটলেন জেমস—স্ত্রী নামিয়া ও নবজাতক পুত্রকে নিয়ে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন