নাটকের মতো একই ভালোবাসা সিনেমাতেও চান তটিনী

gbn

অল্প কয়েক বছরেই নিজের হাসির পাশাপাশি অভিনয় দিয়ে দর্শকের কাছে প্রিয় হয়ে উঠেছেন তানজিম সাইয়ারা তটিনী। ছোট পর্দাতে অভিনয় করলেও এখনো তাকে বড় পর্দায় পাওয়া যায়নি। দর্শকরাও তাকে বর পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

ইতিমধ্যে এই অভিনেত্রীর কাছে বেশ কিছু সিনেমার প্রস্তাব গেলেও বিনয়ের সঙ্গেই তা ফিরিয়ে দিয়েছেন।

এখনই বড় পর্দায় আসতে চান না। নিজেকে আরো পরিণত করে তবেই এ মাধ্যমে আসতে চান।

 

তটিনী গণমাধ্যমে বলেন, ‘এখন মন দিয়ে নাটক করছি। আরো অভিজ্ঞতা হোক।

নাটকে যে ভালোবাসা পাচ্ছি, যখন সিনেমায় আসব আমি চাই, মানুষ যেন একইভাবে আমাকে ভালোবাসা দেয়।’

 

May be an image of 1 person

তিনি আরো বলেন, ‘শুরু থেকে আমি পরিচালক, সহশিল্পী দেখতাম না। সবার আগে নজর দিতাম গল্প, স্ক্রিপ্ট ও সংলাপে। কারণ এগুলো ভালো হলে দিনশেষে কাজটা ভালো হয়।

 

তটিনীর মতে, কাজ কম হোক, কিন্তু সেই কম কাজের কোয়ালিটি বজায় থাকুক।

এরপর বললেন, ‘কাজ কম করলেও কোয়ালিটি দেখে করছি। যেগুলো করছি যেন মানসম্মত হয়, সেদিকে খেয়াল রাখছি। আসলে কাজ তো দর্শকদের জন্য করি। তাদের সাপোর্ট পেলে ভালো কাজের অনুপ্রেরণা আরো বাড়বে।

তাই দর্শকদের কাছে তাদের সাপোর্ট ও দোয়া কামনা করি।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন