আমাদের ইন্ডাস্ট্রিতে ধর্ষণ হয় না, কাস্টিং কাউচ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন কলকাতার অভিনেত্রী কণীনিকা বন্দ্যোপাধ্যায়।
ছোট থেকে বড় পর্দা, এমনকি ওয়েবেও চুটিয়ে কাজ করে চলেছেন কণীনিকা। তবে তিনিই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, ক্যারিয়ারের শুরুর দিকে তাকে একবার কাস্টিং কাউচের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তার মা তাকে না করে দিয়েছিলেন।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ‘কাস্টিং কাউচ’ ও ‘কম্প্রোমাইজ’ নিয়ে কথা বললেন কণীনিকা। জানালেন, ‘আমি জন্মে কম্প্রোমাইজ করিনি। স্বেচ্ছায় যে জিনিসটা হয় আলাদা। কিন্তু কম্প্রোমাইজ করে কাজ পাব (মাথা নেড়ে না)।
আমার শিরদাড়ায় দুটো সার্জারি হতে পারে, কিন্তু এখনও সোজা। বেশি বুদ্ধিমান অভিনেত্রী হলেও চাপের। কেউ কেউ বোকা হওয়ার অভিনয় করে, আমি সেটাও পারি না। অভিনয়টা শুধু ক্যামেরার সামনেই করতে পারি।
’
‘কম্প্রোমাইজ করলে অনেক কাজই হয়তো পেতাম। না তেল মারতে পারি, না কম্প্রোমাইজ করতে পারে। আমি মনে করি এটা নিজস্ব চয়েজ। আমাদের ইন্ডাস্ট্রিতে ধর্ষণ হয় না। মেয়েরা এখন বুদ্ধিমতী।
তারা আগেও বুদ্ধিমতী ছিল। যারা কম্প্রোমাইজ করে, তাতে টাকার সঙ্গে সঙ্গে শরীরটাও ইনভলভড হয়। আর এটা শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয়, সব জায়গায়।’
কণীনিকা জানান, কিভাবে এক পরিচালক তাকে ‘একসঙ্গে থাকতে হবে’ প্রস্তাব দিয়ে তিনটি ছবি অফার করেছিল। এমনকী, তিনি না করায় নিজে ফোনও করেছিলেন।
অভিনেত্রীর কথায়, ‘একবার এক পরিচালক আমাকে ওর তিনটা সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব দিয়েছিল এবং তার সঙ্গে আমাকে থাকতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। আমি যখন তাতে না করি, সেই পরিচালক আমাকে ফোন করে বলে, তুই কিন্তু ৫০-এর পর গিয়ে হাত কামড়াবি। আমি ৪০ পেরিয়ে গেছি। আর আমি জানি আমাকে হাত কামড়াতে হবে না কখনো। কারণ আমার কাছে সম্মানটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি জানি আমি কেমন মানুষ’।
কাজের সূত্রে, কণীনিকা বন্দ্যোপাধ্যায়কে এখন দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় কুকিং শো ‘রান্নাঘর’-এ।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন