জিবি নিউজ24ডেস্ক//
প্রবাসী অধ্যুষিত সিলেট। সিলেটের রাজনীতি ও ভোটের মাঠে বড় ভ‚মিকা থাকে প্রবাসীদের। নির্বাচন আসলে কেউ আসেন প্রার্থী হতে, আবার কেউ আসেন প্রার্থীর পক্ষে কাজ করতে। এবার পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বেড়েছে প্রবাসী প্রার্থীদের তৎপরতা।
জেলার ৬টি আসনে অন্তত ২০ জন প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী। এদের মধ্যে কেউ বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে দেশে-বিদেশে পরিচিত মুখ। আবার কেউ একেবারেই নতুন মুখ। ভোটের মাঠে নিজেদেরকে তুলে ধরতে নানা কৌশলে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। প্রবাসী মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় সবচেয়ে বেশি নাম বিএনপি নেতাদের। তবে কোন কোন ইসলামী দল প্রার্থী হিসেবে ইতোমধ্যে প্রবাসী নেতাদের নামও ঘোষণা করেছে।
জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে কেবলমাত্র সিলেট-১ আসনে এখনো কোন প্রবাসী মনোনয়ন প্রত্যাশীর দেখা মিলেনি। আসনটিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির ও জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সিলেট-২ আসনে প্রবাসী প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি বেশ কয়েকবার যুক্তরাজ্য থেকে সিলেটে এসে নির্বাচনী এলাকায় সভা-সমাবেশ করে গেছেন। এর আগে ওই আসনে বিএনপির একক মনোনয়ন প্রত্যাশী ছিলেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। এছাড়া আসনটিতে ইতোমধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম তাদের যুক্তরাজ্য জমিয়তের সহসভাপতি মাওলানা হোসাইন আহমদ বিশ্বনাথীকে প্রার্থী ঘোষণা করেছে।
সিলেট-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচারণায় রয়েছেন বিএনপির ৫ নেতা। আলোচিত মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ মালেক, সাবেক সাধারণ সম্পাদক ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম। ফ্যাসিস্ট সরকারের আমলে দেশে ফিরতে পারেননি এমএ মালেক। তার গ্রামের বাড়ি পুড়িয়ে দিয়েছিল ছাত্রলীগ। এমএ সালাম তাঁর মায়ের নামে গঠিত ট্রাস্টের মাধ্যমে এলাকায় বিভিন্ন সেবামূলক কাজ করে গেছেন।
এছাড়া আসনটিতে মনোনয়ন প্রত্যাশী হিসেবে ৫ আগস্টের পর দেশে এসে প্রচারণা চালিয়েছেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মোশাহিদ হোসাইন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ রাজা ও স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মইনুল বাকর। সিলেট-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন জেলা বিএনপির উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী হেলাল উদ্দিন।
সিলেট-৫ আসনে মাঠে কাজ করছেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি শরীফ আহমদ লস্কর, যুক্তরাজ্য প্রবাসী ফাহিম আল ইসহাক চৌধুরী, আবুল হারিছ চৌধুরীর মেয়ে যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, অষ্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহিদুর রহমান, শাবিপ্রবি ছাত্রদলের সাবেক নেতা মো. নুরুজ্জামান। এর মধ্যে জাকির হোসেন এলাকায় টানা সভা-সমাবেশ করে যাচ্ছেন।
সিলেট-৬ আসনে বেশ কয়েকজন যুক্তরাজ্য প্রবাসী রয়েছেন ভোটের মাঠে। এর মধ্যে রয়েছেন- যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি কমর উদ্দিনের মেয়ে সাবিনা খান, প্রয়াত সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেনের মেয়ে সৈয়দা আদিবা হোসেন, বিএনপি চেয়ারপারসনের ফরেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অহিদ আহমদ। আসনটিতে খেলাফত মজলিস ইতোমধ্যে যুক্তরাজ্য দক্ষিণ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমানকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন