ভালুকায় জাপানি ভাষা শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

gbn

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর আর্কিটেক্ট এম. এ. হোসাইন কলেজে জাপানি ভাষা শিক্ষা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মূল আলোচনা ছিল জাপানি ভাষা শিক্ষা, সংস্কৃতি, এবং জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

 

সেমিনারে প্রধান অতিথি ছিলেন গ্রীন আরণ্য পার্ক অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান, কে অ্যান্ড কে কর্পোরেশন (জাপান) এর পরিচালক ও বিজিএমইএ সদস্য মোস্তাফিজুর রহমান মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের সাগামিহারার ক্যানাগাওয়া প্রিফেকচারে অবস্থিত সাগামি ইন্টারন্যাশনাল একাডেমির প্রতিনিধি মিনোরি ইয়ামাদা। প্রতিষ্ঠানটি বিদেশি শিক্ষার্থীদের জাপানি ভাষা ও সংস্কৃতির সাথে পরিচিত করে এবং জাপানে উচ্চশিক্ষা ও চাকরির জন্য প্রস্তুত করে থাকে।

 

সেমিনারে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ওব্লিগস একাডেমির পরিচালক ও ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শিক্ষক আবদুল কাদের।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওব্লিগস কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আরিফুল ইসলাম তালুকদার।

 

এছাড়া উপস্থিত ছিলেন ওব্লিগস কোম্পানি লিমিটেড (জাপান) এর ম্যানেজিং ডিরেক্টর ও ওব্লিগস একাডেমির চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম, এডুকো ভালুকার প্রকল্প কর্মকর্তা এস. এম. তুষার, পপি-এডুকো একতা ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আরাফাত সানি, ওব্লিগস একাডেমির শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।

 

বক্তারা বলেন, জাপানি ভাষা শেখা শুধু একটি ভাষা অর্জনের বিষয় নয়; এটি জাপানের সংস্কৃতি, শৃঙ্খলা ও কর্মনৈতিকতা সম্পর্কে জানার সুযোগও তৈরি করে। তারা শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা ও পেশাগত সম্ভাবনা কাজে লাগাতে উৎসাহিত করেন।

গত এক বছরে ওব্লিগস একাডেমি সফলভাবে ২০ জন শিক্ষার্থীকে জাপানে উচ্চশিক্ষার জন্য পাঠিয়েছে।

 

সেমিনারে কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন