যাদের একাধিক দেশের পাসপোর্ট, নাগরিকত্ব নেওয়া- তারাই আবার অন্যদের সেফ এক্সিটের তালিকা করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে নিজের ফেসবুক পেজের এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, যাদের একাধিক দেশের পাসপোর্ট, নাগরিকত্ব নেওয়া- তারাই আবার অন্যদের সেফ এক্সিটের তালিকা করে।
তিনি আরো লেখেন, যারা ৫ আগস্ট পালিয়েছিল, তাদের সিমপ্যাথাইজাররা কষ্টে মরে যাচ্ছে।
বারবার ফ্যাসিস্টদেরই পালাতে হবে। আমাদের জন্ম এদেশে, মৃত্যুও এদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট, খুনিদের সঙ্গে লড়তে লড়তে আমার ভাইদের মতো শহীদী মৃত্যু কামনা করি।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন