Bangla Newspaper

মুক্তিযোদ্ধা কয়ছর মাহমুদুল হক সৈয়দ (কয়ছর সৈয়দ) আর আমাদের মধ্যে নেই

107

মুক্তিযোদ্ধা কয়ছর মাহমুদুল হক সৈয়দ (কয়ছর সৈয়দ) আর আমাদের মধ্যে নেই ।ইন্না লিললাহি ওয়া ইন্না ইলাহি রাজিঊন ।অল্প কিছুক্ষন আগে তিনি লন্ডনের সেন্ট জর্জ হসপিটালে ইন্তেকাল করেন ।জনাব কয়ছর সৈয়দ একজন বীর মুক্তিযোদ্ধা এবং বৃটেনে সিলেটীদের বৃহত্তর সামাজিক সংগঠন গ্রেইটার সিলেট কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন ।এ এছাড়া তিনি বিভিন্ন সময় বহু সামাজিক, রাজনৈতিক সংগঠনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন ।।

Comments
Loading...