‘সেরা’ পেসার মারুফা কি নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন

gbn

আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫ জমে উঠেছে উত্তেজনায়। সেমিফাইনালের লড়াইয়ে দলগুলো একে অপরের বিরুদ্ধে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মাঝে বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য এসেছে বড় সুখবর, ইনজুরি কাটিয়ে ফিরছেন তারকা পেসার মারুফা আক্তার।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচে এক জয় পেয়েছে নিগার সুলতানার দল।

তবে আজ শুক্রবার গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে ম্যাচে মারুফার ফেরাটা দলকে নতুন আত্মবিশ্বাস দিতে পারে। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।

 

ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে দুর্দান্ত ছন্দে থাকা অবস্থায় ইনজুরিতে পড়েন মারুফা। তিনি তখন পর্যন্ত ৫ ওভার বল করে ২৮ রান দিয়ে ট্যামি বোমন্ট ও অ্যামি জোন্সকে ফিরিয়ে দিয়েছিলেন।

তবে ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় তাকে, যা নিগার সুলতানার পরিকল্পনায় বড় ধাক্কা দেয়। সেই সুযোগে ইংল্যান্ড ম্যাচের নিয়ন্ত্রণ নেয় এবং ৪৬.১ ওভারে জয় নিশ্চিত করে।

 

তবে সুখবর হলো, এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন মারুফা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, ‘তিনি আগামীকাল (আজ) খেলতে পারবেন।

অনুশীলনে বল করছেন এবং কোনো অস্বস্তি নেই। ইংল্যান্ড ম্যাচের শেষেও বল করার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নেয়নি।’

 

দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার মারুফা আক্তার এর আগে ২৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এবং ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। তার ফিরে আসায় বোলিং বিভাগে শক্তি বাড়বে বলে বিশ্বাস করছে টিম ম্যানেজমেন্ট।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন