এক বছর প্রেমের পর অভিনেতা কৃষ পাঠককে কিছুদিন আগে আদালতে বিয়ে করেন ‘বিগ বস’খ্যাত সারা খান। তারা দুজন দুই ধর্মের হলেও তাদের গল্প এক ভালোবাসার বলে জানিয়েছিলেন অভিনেত্রী।
কৃষ হিন্দু ধর্মাবলম্বী হলেও সারা খান মুসলিম। ধর্ম ভিন্ন হওয়ার কারণে ইতিমধ্যে অনেকেই তাকে ট্রল করছেন এবং নেতিবাচক মন্তব্যও করছেন।
এবার তাদের কড়া জবাব দিলেন সারা, পাশাপাশি শুভাকাঙক্ষীদের ধন্যবাদ জানিয়ে একটা ভিডিও পোস্ট করেছেন।
ভিডিও পোস্ট করে সারা ক্যাপশনে লেখেন, ‘সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা এবং শুধু ভালোবাসা সবার জন্য।’
ভিডিওতে তিনি বলেন, ‘কৃষ এবং আমি ভিন্ন সংস্কৃতির মানুষ, কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের ধর্ম আমাদের ভালোবাসা শিখিয়েছে। আমাদের পরিবার আমাদের সবাইকে সম্মানভাবে দেখতে এবং অন্যদের আঘাত না করতে শিখিয়েছে।
আমি আমাদের সকল শুভাকাঙক্ষীদের প্রতি কৃতজ্ঞ।’
সারা আরো বলেন যে, যারা নেতিবাচক কথা বলছেন তাদেরও তিনি কিছু বলতে চান। অভিনেত্রী বলেন, ‘দয়া করে বুঝুন, কোনো ধর্মই অন্য ধর্ম বা বিশ্বাসকে অবমাননা বা অপমান করতে শেখায় না। আমরা বিবাহিত, আমাদের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে এটা শেয়ার করে নিচ্ছি এবং কারও অনুমোদন চাইছি না।
কারণ আমরা ইতিমধ্যেই আমাদের পরিবার এবং আইনের অনুমোদন পেয়েছি।’
সারা বলেন, ‘আমার ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক কেবল আমার। আমার ঈশ্বর আমাকে কেবল ভালোবাসতে শিখিয়েছেন এবং আমি এটুকুই করব। কোনো ধর্মই অন্যদের সম্পর্কে খারাপ কথা বলতে বা অন্যের জীবনে হস্তক্ষেপ করতে শেখায় না।’
সারা ব্যাখ্যা করেন যে তিনি এবং কৃষ উভয় ধর্মকেই সম্মান করবেন, যথাযথ প্রতিজ্ঞা গ্রহণ করবেন এবং পাহাড়ে বিয়ে সারবেন।
এর আগে সারা খান ‘বিগ বস ৪’-এ আলি মার্চেন্টের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু সে বিয়ে বেশিদিন টিকেনি। তিনি এখন রামায়ণের লক্ষ্মণে সুনীল লাহিড়ীর ছেলে কৃষ পাঠকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ। সারা কৃষের চেয়ে চার বছরের বড়।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন