দেলোয়ার জাহিদ ||
বাংলাদেশ পল্লী উন্নয়ণ একাডেমির সাবেক পরিচালক, স্থানীয় সরকার বিশেষজ্ঞ, গবেষক ও স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশনের সাবেক সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ নর্থ আমেরিকান জর্নালিস্টস নেটওয়ার্কের সভাপতি, সাবেক কুমিল্লা প্রেসক্লাব সভাপতি ও ডিভার্স এডমন্টনের সম্পাদক প্রবীণ প্রবাসী সাংবাদিক দেলোয়ার জাহিদ।
গত বৃহস্পতিবার এক শোকবার্তায় সাংবাদিক দেলোয়ার জাহিদ বলেন, তোফায়েল আহমেদ ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তার একজন সহপাঠী এবং জীবনের ঊষালগ্নে কুমিল্লাস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ণ একাডেমিতে অনুষদ হিসেবে যোগদানের সুবাদে পেশাগত জীবনে ও হয়ে উঠে একজন ঘনিষ্ট সহচর। ৮০ এর দশকে কুমিল্লা থেকে প্রকাশিত জাহিদের সম্পাদিত সাপ্তাহিক সমাজকন্ঠ পত্রিকায় তোফায়েল ছিল নিয়মিত একজন কন্ট্রিবিউটর।
জাহিদ কুমিল্লা প্রেসক্লাবে দায়িত্ব পালন কালীন সময়ে কুমিল্লার তরুণ সংবাদকর্মীরা তোফায়েল ও তার একনিষ্ট সহযোগিতা পেয়েছে। সারা বাংলাদেশে তৃণমূলে মানবাধিকার ও সাংবাদিকদের নানা প্রশিক্ষণ কাজে প্রয়াত ভয়েস অব আমেরিকার সাংবাদিক, জাতীয় প্রেসক্লাব সভাপতি গিয়াস কামাল চৌধুরী, দৈনিক জনতা সম্পাদক সানাউল্লাহ নূরী, ডিইউজে সভাপতি শাজাহান মিয়া, সিইউজে সভাপতি আজিজুল ইসলাম ভূইয়াঁ , জাতীয় সাংবাদিক সংস্থার আলতাফ হোসাইন এদেরকে নিয়ে যখন টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রায় এক দশক কাজ করেছে তখন তোফায়েল অনেক সাপোর্ট করেছে যা কুমিল্লার সাংবাদিকরা চিরকাল স্মরণ করবে।
জাহিদ আরও বলেন, ‘তোফায়েল আহমেদের সাথে কুমিল্লার গ্রাম-গ্রামান্তরে ঘুরে বেড়ানোর উৎসাহ পেয়েছি। তৎসময়ে তরুণদের সাংবাদিকতায় গ্রামিন জীবনের অনেক খুঁটিনাটি বিষয়ই খবরে উঠে এসেছে। অনুজ প্রীতিম সাংবাদিকদের মধ্যে যারা তার সহযোগিতা ও সানিগ্ধ পেয়েছে তার মধ্যে গোলাম মাহফুজ, অধ্যাপক আব্দুস সামাদ, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম বাবুল, খায়রুল আহসান মানিক, আব্দুল আজিজ মাসুদ, আলী আকবর মাসুম, বদিউল আমিন, সৈয়দ নুরুর রহমান, রমিজ খান, ম. শহীদুল্লাহ, ফিরোজ মিয়া, জসিম উদ্দিন সহ আরও অনেকে রয়েছে ।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান দেলোয়ার জাহিদ।
বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে তার লেখনী ও চিন্তা চেতনা গবেষণার জগতে অন্যতম বিষয় হয়ে থাকবে । অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের গঠন করা স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে ও দায়িত্ব পালন করেছে। তার স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে গঠনমূলক প্রস্তাবনাগুলোকে আগামী দিনে অরাজনৈতিক বিবেচনায় হলেও বিবেচনায় নেয়া প্রয়োজন.
তোফায়েল আহমেদ একজন সাংবাদিক বান্ধব, লব্ধপ্রতিষ্ঠ শিক্ষক, গবেষক ও লেখক যার প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা ও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার উপর লেখা বইগুলো পাঠকদের পথ দেখাবে।
গত বুধবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যান তোফায়েল আহমেদ ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন