লন্ডনে 'ই-ইমামস' ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

gbn

 

লন্ডন, ৮ অক্টোবর ২০২৫ ||

যুক্তরাজ্যে মসজিদ, মাদ্রাসাসহ সব ধরনের ইসলামিক প্রতিষ্ঠান ও ইমাম সমাজ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সহজলভ্য করতে প্রথমবারের মতো ই-ইমামস.কম (eimams.com) নামে একটি ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে । এই ওয়েবসাইটে মুসলিম সেক্টরের চাকরির খবরা-খবর থাকবে । বিশ্বের যেকোনো প্রান্থ থেকে ওয়েবসাইট ভিজিট করে চাকরির আবেদন করাসহ যেকোনো তথ্য সংগ্রহ করা যাবে।
৪ অক্টোবর শনিবার দুপুরে লন্ডন মুসলিম সেন্টারে ব্রিটেনের শীর্ষ স্থানীয় উলামা, কমিউনিটির বিশিষ্টজন ও প্রিন্ট এন্ড ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এই ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।  
ওয়েবসাইটের প্রবর্তক মাওলানা শাকির আহমেদ প্রজেক্টারের মাধ্যমে সুবিধাগুলো তুলে ধরেন । এসময় দেখা যায়, ২ শতাধিক জব ভেকেন্সি ওয়েবসাইটে ডিসপ্লে হচ্ছে।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন শায়খ আবু সাঈদ চোধুরী । বিশেষ অতিথি ছিলেন কভেন্ট্রি শাহজালাল জামে মসজিদের প্রাক্তণ ইমাম হাফিজ আমির হোসাইন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ ও চ্যানেল এস-এর ইস্ট মিডল্যান্ডস করেসপন্ডেন্ট সাংবাদিক নোমান রাজা । যুক্তরাজ্যর বিভিন্ন শহর থেকে বিশিষ্ট ওলামায়ে কেরামগণ সহ শতাধিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
ওয়েবসাইটের প্রবর্তক মাওলানা শাকির আহমেদ আগত অতিথিদের ধন‍্যবাদ জানিয়ে তাদের সামনে এটির প্রয়োজনীয়তা এবং এর সাথে সম্পৃক্ত হওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, যুক্তরাজ্যের অর্থনীতিতে ২১ বিলিয়ন পাউণ্ডের বেশি আর্থিক যোগান আসে মুসলিম সম্প্রদায়ের কাছ থেকে ।  এই সম্প্রদায়ের নিজস্ব বিশেষায়িত কাজের পাশাপাশি মুলধারায় শুধুমাত্র মুসলিমদের জন‍্য যথেষ্ট কাজের সুযোগ রয়েছে। এই সব কাজের জন্য যোগ্য ব্যক্তিরাও রয়েছেন । শুধুমাত্র চাকরি দাতা এবং চাকরি প্রার্থীদের মধ্যে যথোপযুক্ত যোগাযোগের মাধ‍্যমের অভাবে অনেকেই তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না। ই-ইমামস.কম মুলত উভয়ের মধ্যে সহজ যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ।
এই ওয়েবসাইট ভিজিট করে চাকরি দাতা এবং চাকরি প্রার্থীরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন অতিথিরা।
মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফিজ আমির হোসাইন ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন