প্রবাসী ভোটে গোপনীয়তা অটুট থাকবে : ফয়েজ আহমদ তৈয়্যব

gbn

আসন্ন জাতীয় নির্বাচনের জন্য প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ‘পোস্টাল ব্যালট’ সেবা চালু হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ভোট প্রক্রিয়ায় গোপনীয়তা সম্পূর্ণভাবে রক্ষা করা হবে।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ডাক অধিদপ্তর প্রাঙ্গণে বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ ডাক দেশের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান। দেশের ৯ হাজার ৮৪৮টি ডাকঘরের মাধ্যমে প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছেন।

 

তিনি আরো জানান, ডাকঘরগুলো চিঠিপত্র, পার্সেল, সঞ্চয়, মানি অর্ডার, জীবন বিমা, ই-কমার্স ও ডিজিটাল আর্থিক সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডাকযোগে ভূমি, পাসপোর্ট, স্মার্ট জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স সেবা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘প্রবাসীদের ভোট তিনটি ইনভেলাপের মাধ্যমে নেওয়া হবে, ফলে ভোটের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত হবে। তিনি এটিকে বাংলাদেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করার একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।

 

ডাক বিভাগের আধুনিকায়ন ও সেবা উন্নয়নের লক্ষ্য হিসেবে তিনি উল্লেখ করেন, ই-কমার্স সেবা সম্প্রসারণ, দ্রুত ডেলিভারি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশন সংযোজন এবং সেন্ট্রাল লজিস্টিকস ট্র্যাকিং প্ল্যাটফরম (সিএলটিপি) চালু করা। এ ছাড়া নাগরিকের ঠিকানার ডিজিটাল রূপান্তর ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিশ্চিত করার পাইলট প্রকল্পও নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাবুদ্দিনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন