চুনারুঘাট প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের শানখলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে শতভাগ ভোট প্রদান করেছেন ব্যবসায়ীগণ। শনিবার উৎসাহ উদ্দিপনায় প্রথমবারের মতো শানখলা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ১৭৪ জন ভোটারের মধ্যে সবাই ভোট প্রদান করে ইতিহাস সৃষ্টি করেছেন।
শানখলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, শানখলা বাজার ব্যবসায়ী সমিতির প্রথম দ্বি-বার্ষিক নির্বাচনে ৩টি পদের বিপরীতে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন
জাহাঙ্গীর আলম (আনারস) তার নিকটতম হয়েছেন আব্দুল মালেক (ছাতা)। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সমুজ আলী (মোরগ) তার নিকটতম হয়েছেন জামাল মিয়া (আম), এবং কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন শাহ আলম মিয়া (রিক্সা) তার নিকটতম হয়েছেন শাহীন মিয়া (ফুটবল) ।
শনিবার শানখলা বাজার পুরাতন ইউনিয়ন অফিস কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে । নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইসমাইল হোসেন বাচ্চু ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন শানখলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও ৫ নং শানখলা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম, ১ নং ওয়ার্ডের মেম্বার ও বাজার কমিটির সহসভাপতি আব্দুল মুনিম বাবুল, শানখলা ইউনিয়ন বিএনপির সভাপতি জমরুত আলীসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন